প্রধান বিরোধী হয়েও ফিকে গেরুয়া দাপট, সুযোগ নিতে পারবে কী বামেরা?
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্ষমতা হারানোর এক দশকের মধ্যে রাজ্যে তলানিতে এসে ঠেকে বামেদের জনভিত্তি। মাত্র এক দশকের ব্যবধানে রাজ্য বিধানসভায় শূন্য হয়ে যায় তারা। বদলে তৃণমূল বিরোধী প্রধান শক্তি হিসেবে একুশের বিধানসভা নির্বাচনে উঠে এসেছিল বিজেপি। তবে গেরুয়া শিবিরের এই সাফল্য হঠাৎ নয়।
২০১৬ এর বিধানসভা নির্বাচনের পর থেকেই তারা একটু একটু করে পায়ের তলার জমি শক্ত করছিল। প্রথমে ২০১৮ এর পঞ্চায়েত নির্বাচনে বামেদের জোরদার ধাক্কা দিয়ে রাজ্যে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসার ইঙ্গিত দেয় বিজেপি। আর তার পরের বছর অর্থাৎ ২০১৯ এর লোকসভা নির্বাচনে শুধু চমকে দেওয়া নয়, বরং বলা ভালো সকলকে হতবাক করে দিয়ে রাজ্যের ১৮ টি আসনে জিতে যায় তারা।
২০২১ এর নির্বাচনের আগে রাজ্যজুড়ে হওয়া উঠেছিল ক্ষমতায় আসতে পারে বিজেপি। যদিও তা হয়নি। বরং রেকর্ড ব্যবধানে জিতে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠন করে তৃণমূল। তবে এই নির্বাচনে বামেরা শূন্য হয়ে যায়। তারা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেও একটি আসনেও জিততে পারেনি। উল্টে ৭৭ টি আসন পেয়ে বাংলা তাদের সেরা ফল করে বিজেপি।
এই ফলাফলের পর অন্যান্য দল অস্তিত্ব সঙ্কটে পড়ে যেত। বামেদেরো সেই হাল হবে তা প্রাথমিকভাবে মনে হয়েছিল। কিন্তু মাত্র তিন-চার মাস পর রাজ্যের চারটে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেই বোঝা যায় বিধানসভায় একটিও আসন না পেলেও হাল ছাড়তে রাজি নয় বামেরা। আর প্রথমে কলকাতা পুরসভার নির্বাচন, পরবর্তীকালে রাজ্যজুড়ে পুরনির্বাচনে পরিষ্কার হয়ে যায় রাজ্যের প্রধান বিরোধী শক্তি হওয়া নিয়ে বিজেপি-সিপিএমের মধ্যে জোর টানাপোড়েন চলছে।
আদর্শ ভেসে গিয়েছে গঙ্গার জলে, রাজনীতি এখন শুধুই ব্যক্তিগত চাওয়া-পাওয়ার বিষয়!
মাসখানেক আগে হয়ে যাওয়া বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ইঙ্গিত দিচ্ছে রাজ্যে প্রধান বিরোধী শক্তি হিসেবে বিজেপির আসন টলোমলো। সেই জায়গায় ধীরে ধীরে উঠে আসছে বামেরা।
তবে বামেরা ফের রাজ্যের প্রধান দুটি রাজনৈতিক শক্তির মধ্যে জায়গা করে নিতে পারবে কিনা তা নিয়ে এতো আগে থেকে নিশ্চিত করে কিছু বলা কঠিন। আগামী বছর আয়োজিত হতে চলা পঞ্চায়েত নির্বাচন রাজ্যের এই প্রাক্তন শাসক দলের কাছে অ্যাসিড টেস্ট হতে চলেছে।
কয়েকটি জেলা ও কিছু নির্দিষ্ট এলাকায় তারা যদি ভালো ফল করতে পারে, তৃণমূল বিরোধী প্রধান শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে তবে নিঃসন্দেহে ২৪ এর লোকসভা ভোটের আগে অ্যাডভান্টেজ অবস্থায় চলে যাবে বামেরা।
রাজনৈতিক মহলের ধারণা পঞ্চায়েত নির্বাচনে বিজেপির থেকে বামেরা যদি ভালো ফল করে তবে লোকসভাতেও চমক দেখা যাবে। আবার বাংলা থেকে বাম সাংসদ পাবে লোকসভা। এতে বিজেপির যে সবচেয়ে বেশি কপাল পুড়বে তা নিঃসন্দেহে বলা যায়। তবে তার জন্য এখনও অনেক পথ হাঁটতে হবে সিপিএম সহ বাকি বাম দলগুলিকে।
পশ্চিমবঙ্গের রাজনীতির ধারা মেনে তাদের আরও বেশি আন্দোলনমুখী ও রাজপথে সক্রিয় হয়ে উঠতে হবে। সেইসঙ্গে যে একঝাঁক নতুন প্রজন্মের ছেলেমেয়ে দলে এসেছে তাদের আরও বেশি করে সামনে এগিয়ে দিতে হবে। তবেই ভাবমূর্তি পুনরুদ্ধার ঘটিয়ে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে বামেরা।