মাঘের শুরুতে শীতের ব্যাটিং, ঘন কুয়াশা বাতিল ট্রেন- উড়ান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ঘনকুয়াশায় চারিদিক নিমগ্ন। দেখা যাচ্ছে না প্রায় কিছুই। খারাপ আবহওয়ার কারনে আজ ফের সমস্ত উড়ান বাতিল করলো বাগডোগরা এয়ারপোর্ট কর্তৃপক্ষ।
আজ সকালে এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাদের আজকের সমস্ত উড়ান বাতিল করে দেয়। জানানো হয়েছে যেসব যাত্রীদের টিকিট কাটা ছিলো তাদের সব টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। কেউ যদি পরিবর্তিত দিনে যেতে চায় তবে তারও ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এদিন উড়ান বাতিল হওয়ায় হতাশ হয়ে পড়েন যাত্রীরা। প্রচুর পর্যটকেরাও এদিন আটকে পড়েন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে যদি সোমবার আবহওয়া পরিষ্কার থাকে তবে কেউ যেতে চাইলে আজকের টিকিটে যেতে পারেন।
শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। ৪৮ ঘণ্টায় ধারাবাহিকভাবেই পারদ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আগামী ২৪ ঘন্টাতে ঘন কুয়াশা থাকবে বলে বার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। বেশকিছু জেলায় জারি করা হয়েছে শৈত্যপ্রবাহের সর্তকতা।
দেশজুড়ে শুরু টিকাকরণ, প্রতিষেধক নেওয়ার পরেও কোভিড বিধি মেনে চলার বার্তা প্রধানমন্ত্রী
পুরুলিয়া, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা রয়েছে সেই তালিকায়। উত্তরবঙ্গেও তাপমাত্রা ক্রমশ কমবে বলে জানা গেছে।
কালিম্পং এর তাপমাত্রা ৭.৫ ডিগ্রী সেলসিয়াস। দার্জিলিং এর তাপমাত্রা ৪.৩ ডিগ্রী সেলসিয়াস। উত্তরবঙ্গের ডুয়ার্স, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সহ বেশ কিছু জায়গায় পরিস্থিতি এখনই বদলাবে না বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর।
দিল্লিতে শীতের ঝড়ো ব্যাটিং চলবেই। সেইসঙ্গে জারি থাকবে কুয়াশাও। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের কোন কোন জায়গায় আগামী তিন দিন কোল্ড ডে পরিস্থিতি তৈরি হতে পারে বলে সর্তকতা জারি করা হয়েছে।