নয়া বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি দূর, সমস্ত স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীরা পাবেন কোয়ারেন্টাইন লিভ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের সরকারি ও সরকারী সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীরাই কোয়ারেন্টাইন লিভ পাবেন।এই নিয়ে পূর্ববর্তী নির্দেশিকায় বিভ্রান্তির জেরে শিক্ষা দফতর সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, জনস্বাস্থ্যের কথা চিন্তা করে সংক্রমণ ছড়ানো আটকাতে কোয়ারেন্টাইন লিভ আনা হয়েছে৷
তাই কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীর বাড়ির সদস্যের কেউ করোনায় আক্রান্ত হলে তিনি কোয়ারেন্টাইন লিভ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন৷ শিক্ষক বা শিক্ষাকর্মী নিজেও আক্রান্ত হলে কোয়ারেন্টাইন লিভ পেতে পারেন৷ লিভ রুল সংশোধন করে এর আগের নির্দেশিকায় স্কুল শিক্ষা দফতর পাঁচটি সংক্রামক রোগকে চিহ্নিত করে লিভ রুলের আওতায় নিয়ে আসে৷
তদন্ত কমিটির ফাইলে ধুলো জমে, গাইসালের পর ময়নাগুড়ি এসে যায়!
ওই নির্দেশিকায় বলা হয়েছিল, সার্স, মার্স, কোভিড, এইচ৫এন১ এবং সিসিএফএইচ ইত্যাদি সংক্রামক রোগে কেউ আক্রান্ত হলে তিনি কোয়ারেন্টাইন লিভ পাবেন৷ তবে সেখানে সরকারি স্কুলের শিক্ষক – অশিক্ষক কর্মচারীদের কথা উল্লেখ করা ছিল। কিন্ত সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের কোনও উল্লেখ্ ছিলনা। যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়।
গোড়ায় এই সুবিধা শুধু সরকারি কর্মচারীদের দেওয়া হত৷ এতদিনে সমস্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কোয়ারেন্টাইন লিভের আওতায় আনল সরকার৷