রাজ্যের অনুমতিতেই ব্যাঙ্ক খোলার সময় বাড়ল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবার থেকে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বাদে অন্যান্য শনিবার খোলা থাকবে ব্যাঙ্ক। শুক্রবার নবান্নসূত্রে এই সিদ্ধান্ত মেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতিতে গত ২০ জুলাই প্রতি শনি-রবিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তবে, এখন আনলক-৪ শুরু হওয়ায় এবার রিজার্ভ ব্যাঙ্কের নিয়মে ফিরে যাচ্ছে ব্যাঙ্কের ছুটি।

অর্থাৎ, আজ থেকে আবার চালু হচ্ছে ব্যাঙ্কের নিজস্ব নিয়মে ছুটি। ব্যাঙ্কের নিয়মে ছুটি থাকবে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার। রাজ্য সরকারে অর্থ দফতর থেকে নোটিস দিয়ে ঘোষণা।

মূলত, করোনা আবহের মধ্যেও অর্থনীতির এই যোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। অনেক আক্রান্ত হয়েছেন, আবার অনেকেই আক্রান্ত হয়ে চিরতরে বিদায় নিয়েছেন। তাই তাঁদের সুরক্ষা দেওয়ার জন্য নিয়মে বদল আনা হয়। এবার সেই নিয়ম তুলে নেওয়া হল।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/national-politics-is-rampant-on-the-facebook-issue/

প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কনটেনমেন্ট জোনে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। রাজ্যে আগামী ৭, ১১ ও ১২ তারিখ সম্পূর্ণ লকডাউন হতে চলেছে।

এর আগে রাজ্য সরকার জানিয়েছিল, স্কুল, কলেজ ও কোচিং সেন্টার– সব শিক্ষা প্রতিষ্ঠান গোটা সেপ্টেম্বর বন্ধ থাকবে। একইভাবে, বন্ধ থাকবে সিনেমা হল, সুইমিং পুল ও বিনোদন পার্ক।

সম্পর্কিত পোস্ট