১২ সেপ্টেম্বর লকডাউন প্রত্যাহার, পরীক্ষার্থীদের সুবিধার্থে সিদ্ধান্ত বদল মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার নিট পরীক্ষার কথা মাথায় রেখেই ১২ সেপ্টেম্বরের লকডাউন প্রত্যাহার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। টুইট করে একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে করোনা সংক্রমণ রোধে সাপ্তাহিক লকডাউনের কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক সেপ্টেম্বর মাসের ৭,১১ এবং ১২ তারিখ লকডাউন করার কথা ঘোষণা করেছিলেন।

তবে ১৩ তারিখ নিট পরীক্ষা পড়ায় বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানানো হয় ১২ তারিখ লোকজন প্রত্যাহারের জন্য।

সেই অনুরোধ কে প্রাধান্য দিয়ে এবং সর্বোপরি পরীক্ষার্থীদের সুবিধার্থে ১২ সেপ্টেম্বরে লকডাউন প্রত্যাহার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অবশ্য লকডাউন প্রত্যাহারের পাশাপাশি টুইট করে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

hপ্রসঙ্গত, সুপ্রিম নির্দেশে রবিবার সর্বভারতীয় স্তরে নিট পরীক্ষা। রবিবার রাজ্যজুড়ে নিট পরীক্ষায় বসবে ৩৭ হাজার ছাত্র-ছাত্রী।

উল্লেখ্য  নিট পরীক্ষার ঘোষণার দিন থেকেই আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও পাঁচ অবিজেপি মুখ্যমন্ত্রী। তাঁদের দাবি ছিল, এভাবে পরীক্ষা হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাবে।

কিন্তু কেন্দ্রীয় সরকারের বক্তব্য ছিল ছাত্রছাত্রীরা ও তাদের অভিভাবকরা চাইছেন পরীক্ষা হোক। পরীক্ষা না দিলে সঠিক মূল্যায়ন হবে না। একটি বছর নষ্ট হয়ে যাবে। পরে সুপ্রিম কোর্ট অবশ্য কেন্দ্রের  প্রস্তাবেই সায় দেয়। খারিজ হয়ে যায় বিরোধীদের বক্তব্য।

সম্পর্কিত পোস্ট