শাহিনবাগ ছাড়া কোনও ইস্যু নেই, তাই এই ষড়যন্ত্র করছে বিজেপিঃ কেজরিওয়াল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজধানীতে ভোট বাকি মাত্র ৪৮ ঘণ্টা। তার আগেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। শাহিনবাগে শূন্যে গুলি চালানো যুবক আম আদমি পার্টির সদস্য। এমনটাই দাবী দিল্লি পুলিশের। যদিও দিল্লি পুলিশের তরফে তোলা অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবী করছেন অরবিন্দ কেজরিওয়াল।

বুধবার সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে অরবিন্দ কেজরিওয়াল বলেন, দিল্লি পুলিশকে ব্যবহার করে তার ফায়দা তোলার চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে দিল্লির নির্বাচনী প্রচারে শাহিনবাগ ছাড়া আর কোনও বিষয় নেই। ধৃত কপিল গুজ্জরের পরিবার বলছেন তাঁদের সঙ্গে আম আদমি পার্টির কোনও যোগ নেই। নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে পুলিশের এই মন্তব্য প্রমাণ করে দেয় নিচু তোলার ষড়যন্ত্র করা হচ্ছে।

শনিবার শাহিনবাগে শ্রীরাম জয়ধ্বনি দিয়ে শূন্যে গুলি চালায় কপিল গুজ্জর। তার কাছেই নাগরিকত্ব আইনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন মহিলারা। মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করে দিল্লি পুলিশ। ভিডিওতে দেখানো হয় আপের টুপি মাথায় দিয়ে দাঁড়ায় রয়েছে ওই যুবক। যদিও যুবক কোনও দলের সদস্য নয় বলে দাবী করছেন তাঁর পরিবার। পরিবারের তরফে জানানো হয়েছে লোকসভা নির্বাচনে আমাদের এলাকায় আপ সদস্য প্রচারে আসে। তখন আমরা ওই টুপি পড়েছিলেম।

বুধবার সঙ্গবাদ সংস্থার মুখোমুখি হয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমরা বহুবার বলেছিল শাহিনবাগে যে আন্দোলন চলছে, তার ফলে ওই এলাকার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে অস্বস্তিতে পড়তে হয়েছে ওই এলাকার মানুষকে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হয়েও সেই রাস্তা থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিচ্ছেন না। কারণ তিনি জানেন যদিও শাহিনবাগ থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয় তাহলে বিজেপির কাছে আর কোনও ইস্যু থাকবে না।

শুরু থেকেই দিল্লির নির্বাচনী প্রচারে শাহিনবাগ নিয়ে কোনোরকম শব্দ ব্যয় করেননি কেজরিওয়াল। বহুবার প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। কিন্তু উত্তর দেননি। রাজনৈতিক মহলের ধারণা ছিল ভোট কাটাকুটির আশঙ্কাতেই মুখ খুলতে চাইছেন না তিনি। কিন্তু এদিন তাঁর দলের বিরুদ্ধে অভিযোগ উঠলে কেজরিওয়াল বলেন, দিল্লির আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমার কোনও অধিকার নেই। আমাকে মানুষ নির্বাচিত করেছে শুধুমাত্র স্কুল, হাসপাতাল, রেশন, পানীয় জল এই সমস্ত ইস্যুতে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য মানুষ বিজেপি সরকারকে নির্বাচিত করেছে।

সম্পর্কিত পোস্ট