ফরাসি শহরে প্রকাশ্যে মহিলার গলা কেটে খুন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রথমে গলা কেটে খুন করা হল মহিলাকে। তারপর একই ঘটনায় খুন হলেন আরও দুই জন। বৃহস্পতিবার ফ্রান্সের নাইস শহরের বিখ্যাত নোতরদাম গির্জার সামনে ঘটনা গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। মেয়র ক্রিশ্চান এসট্রেসি এই খবর টুইট করে জানান। খুনিদের সঙ্গে সন্ত্রাসবাদের যোগ রয়েছে বলে জানা গিয়েছে। হামলাকারীকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের তরফে জানানো হয়েছে, আচমকাই ছুরি নিয়ে মহিলার ওপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। মাথা কেটে খুন করা হয় তাকে। এরপর আশেপাশের বেশ কিছু মানুষের ওপর চলে হামলা। এরপরেই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং দমকলবাহিনী। হামলাকারীকে আটক করা হয়। ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে জানা গেলেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

 

কয়েকদিন আগেই শিক্ষা প্রতিষ্ঠানে মহম্মদের কার্টুন নিয়ে পড়ানোর জন্য জীবনের মাসুল দিতে হয় এক ইতিহাসে শিক্ষককে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হলেও গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নৃশংস ঘটনাকে ‘ইসলামিক মৌলবাদের’ স্বরূপ বলে কটাক্ষ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মৃত শিক্ষককে ‘নায়ক’ বলে সম্বোধন করেন তিনি।  তারপর থেকেই একের পর এক হামলা চলছে ফরাসি নগরীতে। ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে ‘মুসলিম ভীতি’ জাগিয়ে তোলার অভিযোগ আনেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগান। বৃহস্পতিবারের ঘটনা হাতেনাতে তা প্রমাণ দিয়েছে। যার ফলস্বরূপ ঘটে মর্মান্তিক ঘটনা।

 

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফ্রান্সের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্পর্কিত পোস্ট