নীতিশ কুমারের কেবিনেটে থাকতে চান না, স্পষ্ট বার্তা জীতেন রাম মাঝীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কেবিনেট সদস্য হতে রাজি নন। বৃহস্পতিবার স্পষ্ট করে দিয়েছেন হিন্দুস্থানী আওয়ামী মোর্চা সদস্য জীতেন রাম মাঝী।
বৃহস্পতিবার চার জন সদ্য নির্বাচিত হাম দলের বিধায়কদের নিয়ে বৈঠক করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে পরিষদীয় দলনেতা হিসাবে নির্বাচিত হন জীতেন রাম মাঝী। বিহার নির্বাচনে চমকপ্রদ ফলাফলের জন্য নির্বাচিত বিধায়কদের এবং দলের সদস্যদের সম্মান জানান তিনি।
মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কেবিনেটে নিজে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নিলেও, কংগ্রেসকে এনডিএ শিবিরে যোগদানের জন্য আহ্বান জানিয়েছেন দলিত প্রধান নেতা। তিনি বলেন, বিহারের উন্নয়নের জন্য নীতিশ কুমারের পরিকল্পনা, কংগ্রেসের পরিকল্পনার থেকে আলাদা কিছু নয়। এমনও কিছু বিষয় রয়েছে যেগুলো নীতিশ কুমার এড়িয়ে গেছেন। বিহারের উন্নয়নের জন্য কংগ্রেসের উচিত এনডিএ শিবিরে যোগদান করে বিহারের উন্নয়নে ভুমিকা নেওয়া।
উল্লেখ্য, বিহারের নির্বাচনে এনডিএ শিবিরের জয় হলেও জয়ের আসন সংখ্যা ম্যাজিক ফিগার ১২২ এর তুলনায় মাত্র ৩ বেশী। এই মুহূর্তে সরকার অটুট রাখতে বিরোধী পক্ষের দল থেকে বিধায়ক আনার প্রয়াস চালিয়ে যাবে সরকার পক্ষ। আর দল পরিবর্তনের ক্ষেত্রে বিহার নেতাদের মধ্যে অন্যতম রয়েছেন এই বর্ষীয়ান নেতা।
১৯৮০ সালে রাজনৈতিক ক্ষেত্রে পা রেখেই একাধিকবার দল পরিবর্তন করেছেন দলিত নেতা। কখনও আরজেডি, আবার কখনও জেডিইউ দলে শামিল হয়েছেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলাফলের কারণে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তিফা দিয়েছিলেন নীতিশ কুমার। সেবার মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন জীতেন রাম মাঝি।
পরে ২০১৫ সালে মহাজোটে শামিল হয়ে মুখ্যমন্ত্রী পদে বসেন নীতিশ কুমার। আবার ২০১৭ সালে এনডিএ শিবিরে যোগদান করে মুখ্যমন্ত্রী হন নীতিশ। দলিত নেতা হিসাবে সঙ্গে পান চিরাগ পাসোয়ানের লোকদল জনশক্তি পার্টিকে।
২০২০ সালে নির্বাচনের ঠিক আগে এনডিএ শিবিরে শামিল হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। জেডিইউয়ের বরাদ্দ আসন থেকে লড়াই করেছিলেন। পেলেন ৪ টি আসন।