খাওয়া দাওয়া নেই! ঘরে ফেরার দাবি জানিয়ে বান্দ্রার পর সুরাটে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বান্দ্রার পর সুরাট। সেখানেও পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফেরার দাবি জানাতে থাকেন। বিক্ষোভ দেখাতে থাকেন। দীর্ঘদিন বাড়ির বাইরে তাঁরা। খাওয়া–দাওয়া নেই। মাথা গোজার জায়গাটুকুও অনেকের নেই। আশা করেছিলেন, ১৪ এপ্রিল লকডাউন উঠলে নিজের নিজের বাড়িতে ফিরতে পারবেন।
সেই আশায় জল ঢেলে প্রধানমন্ত্রী জানালেন, দেশে ৩ এপ্রিল পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। ফলে আর ধৈর্য ধরে রাখতে পারছেন না তাঁরা।
ভিন রাজ্য থেকে সুরাট বান্দ্রায় কাজে গিয়েছিলেন তাঁরা। দেশজুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পরই তাঁদের মাথায় আকাশ ভেঙে পড়ে। এই সময়ে রোজগার নেই।
পুলিশ জানিয়েছেন, ‘এই পরিযায়ী শ্রমিকরা তাঁদের জন্মস্থানগুলিতে যেতে চান। আমরা তাঁদের অধৈর্য না হওয়ার কথা বলেছি। কারণ বর্তমানে দেশে লকডাউন চলছে।’
আরও পড়ুনঃ লকডাউন তোলার গাইডলাইন প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘শ্রমিকদের মধ্যে অনেকে খাবারের বিষয়ে অভিযোগ করছিলেন। আমরা তৎক্ষণাৎ একটি সমাজসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করি। শ্রমিকদের জন্য খাবারের প্যাকেট নিয়ে আসা হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’
মুম্বইয়ের বান্দ্রায় লকডাউন বেড়ে যাওয়ায় শঙ্কিত এবং উদ্বিগ্ন কয়েকশো পরিযায়ী শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়ে পুলিশ তাঁদের বোঝাতে গেলে উদ্বিগ্ন শ্রমিকরা আরও অশান্ত হয়ে ওঠেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।
পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ, ধাক্কাধাক্কি।