ভিনরাজ্যে আটকে পরিযায়ী শ্রমিকরা, দুশ্চিন্তায় দিন গুনছে পরিবার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা সংক্রমণ ঠেকাতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এর ফলে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে পরিযায়ী শ্রমিকরা।

দুশ্চিন্তায় দিন গুনছেন রতুয়া-১ নম্বর ব্লকের রুকুন্দিপুর এলাকার ওই সমস্ত পরিযায়ী শ্রমিকের পরিবার পরিজনেরা। খাদ্য সামগ্রী দিয়ে অথবা বাড়ি ফিরিয়ে আনার আরজি জানালেন শ্রমিকদের পরিবার-পরিজনেরা।

জানা গেছে রতুয়া-১ নম্বর ব্লকের রুকুন্দিপুর এলাকা থেকে ১ মাস আগে প্রায় ২৫ জন শ্রমিক কাজের সূত্রে পাড়ি দিয়েছিল কেরল, দিল্লি ও মুম্বাইয়ে। কিন্তু লকডাউনের ফলে কর্মসংস্থান হারিয়ে কার্যত গৃহবন্দি হয়ে পড়েছে। নেই খাওয়া-দাওয়া করোনা আতঙ্কে উরেছে চোখের ঘুম।

আরও পড়ুনঃ করোনা রুখতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে, প্রধানমন্ত্রীকে বার্তা রাহুলের

এদিকে পরিবার পরিজনেরা দুশ্চিন্তায় দিন গুনছেন। ঘরের ছেলে ঘরে ফিরে আসুক এমনটাই জানালেন শেখ সেরাজুদ্দিন,শেখ নিয়াজুদ্দিনের বাবা শেখ নিজামুদ্দিন তিনি জানান তার দুই ছেলে প্রায় মাস খানেক আগে গ্রামের বন্ধুদের সাথে শ্রমিকের কাজে কেরল গিয়েছে লকডাউনের ফলে কর্মসংস্থান হারিয়ে গৃহবন্দী হয়ে পড়েছে।সেখান থেকে বাড়ি ফিরে আসার চেষ্টা করছে কিন্তু যানবহন বন্ধ থাকার ফলে কোন উপায় হচ্ছে না।কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে বিনীত নিবেদন আমার ছেলে জেনো ঘরে ফিরে আসুক এমনটাই ব্যবস্থা করে দেওয়া হোক।

রতুয়া-১ ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের কথায় শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনার কথা জানানো হয়েছে জেলা প্রশাসনকে। যা ব্যবস্থা করার জেলা প্রশাসন করবে।

তবে কতজন শ্রমিক ভিনরাজ্যে আটকে রয়েছে তার পরিসংখ্যান এখনো জানা যায়নি।

সম্পর্কিত পোস্ট