World Bengal Trade Conference : বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে দেশীয় শিল্প সংস্থাগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়ার বার্তা মমতার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়েছে একথা বলা যায় না। বিশ্বের বহু দেশে এখনো করোনা জনিত বিধি নিষেধ বহাল রয়েছে। এক দেশ থেকে আরেক দেশে যাতায়াতের রয়েছে নানান নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে আসন্ন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ( World Bengal Trade Conference )দেশীয় শিল্প সংস্থাগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাদের হাত ধরেই রাজ্যে অভ্যন্তরীণ এবং বৈদেশিক বিনিয়োগ উভয়ই আসবে বলে আশা আশা প্রকাশ করেছেন তিনি।করোনার কারণে দু’বছর বন্ধ থাকার পর ২০২২-এ বাংলা নববর্ষের গোড়াতেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে এই সম্মেলন ( World Bengal Trade Conference )। ২০-২১ এপ্রিল এই দু’দিন বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
World Bengal Trade Conference
তার আগে এই সম্মেলনের ( World Bengal Trade Conference ) প্রস্তুতি বুধবার ইন্ডাস্ট্রিয়াল প্রমোশনাল বোর্ডের বৈঠক বসে নবান্ন সভাঘরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে ওই বৈঠকে সম্মেলন আয়োজনের দায়িত্ব থাকা সমস্ত দপ্তরের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের নামজাদা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সেখানে মুখ্যমন্ত্রী বলেন,”এই পরিস্থিতিতে আমরা দেশের ভেতরের ইন্ডাস্ট্রি গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি। বাইরে থেকে কেউ আসতে চাইলে ওয়েলকাম। তবে আমি মনে করি আমাদের এখানকার শিল্পপতিরাই বিদেশি বিনিয়োগ আনতে সক্ষম। কারণ তারা বিভিন্ন বহুজাতিক সংস্থার সঙ্গে অংশীদার হিসেবে কাজ করেন।”
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাতেই কি শাসকের নিচুতলা লাগামছাড়া হয়ে যায়? প্রশ্ন উস্কে দিচ্ছে আনিস কাণ্ড
বড় শিল্পের পাশাপাশি মাঝারি ক্ষুদ্র ও কুটির শিল্প কেউ রাজ্য সরকার সমান গুরুত্ব দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। বিনিয়োগকারীদের আকর্ষণ করতে রাজ্যের শিল্প সম্ভাবনার বিভিন্ন দিক তিনি তুলে ধরেন ।
মুখ্যমন্ত্রী বলেন,বানতলায় জুতো শিল্পের মেগা ক্লাস্টার তৈরি হবে। চাকরি হবে পাঁচ লক্ষ।দিঘায় কেবল ল্যান্ডিং স্টেশন হবে।পুরুলিয়ার জঙ্গল মহলে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। ৬০০ একর জমি বন্টন হয়েছে।শিল্প তৈরিতে বাধা এলে সরকার কড়া ব্যবস্থা নেবে। কোনওরকম অপশাসন বরদাস্ত করা হবে না।”