পিএল‌এ-কে যুদ্ধের প্রস্তুতি শুরু করতে বললেন জিনপিং!

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কয়েকদিন আগেই হয়ে গিয়েছে চিনা কমিউনিস্ট পার্টির সম্মেলন। ব্যতিক্রমী পথে হেঁটে এই সম্মেলন থেকেই তৃতীয় বারের জন্য দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শি জিনপিং। আগামী বছর তিনি টানা তৃতীয় বারের জন্য চিনের রাষ্ট্রপতি নির্বাচিত‌ও হবেন। কিন্তু এর‌ই মধ্যে প্রকাশ্যে যুদ্ধের রব তুলে দিলেন চিনের রাষ্ট্রপতি।

দিন তিনেক আগে এই জিনপিংই বন্ধু রুশ রাষ্ট্রপতি পুটিনকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, এটা যুদ্ধের সময় নয়। উল্লেখ্য, ইউক্রেনে রুশ আগ্রাসনকে কেন্দ্র করে পূর্ব ইউরোপে যুদ্ধ শুরু হয়েছে। এদিকে বিশ্বজুড়ে মন্দা পরিস্থিতি ক্রমশ ঘনিয়ে উঠছে।

এর অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করছে। করোনার পর থেকে চিনের অর্থনীতিও ভালো নয়। সব মিলিয়ে যুদ্ধের তীব্রতা বাড়লে পরিস্থিতি খারাপ হবে বুঝেই জিনপিং বন্ধু পুটিনকে সতর্কবার্তা পাঠান, এমনটাই ধারণা করেছিল আন্তর্জাতিক মহল।

কেষ্ট কাণ্ড ছাড়াও ডিয়ার লটারির বিরুদ্ধে বহু অভিযোগ

কিন্তু বুধবার চিনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির সঙ্গে দেখা করে সেই যুদ্ধের জন‌্য‌ই প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন জিনপিং! চিনের রাষ্ট্রপতি বলেন, সামনে গুরুত্বপূর্ণ যুদ্ধ লড়তে হবে। তার জন্ম সম্পূর্ণ প্রস্তুত থাকুন। কারণ এই যুদ্ধ আমাদের জিততেই হবে!

জিনপিং এর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে কার সঙ্গে যুদ্ধ করতে চায় তিন? ঘটনা হয়, মাসখানেক আগে তাইওয়ানের সঙ্গে চিনের প্রায় যুদ্ধ বেধে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। অনেকেই তাই এটাকে তাইওয়ানের উদ্দেশ্যে জিনপিং এর চূড়ান্ত হুঁশিয়ারি হিসেবে দেখছেন। তবে ডোকালাম, গালোয়ান কাণ্ডের পর ভারতের‌ও সতর্ক থাকা উচিৎ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্পর্কিত পোস্ট