উত্তর-বঙ্গোপসাগরে নিম্নচাপ, হলুদ ও কমলা সতর্কতা দক্ষিণের একাধিক জেলায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাংলায় ফের শুরু নিম্নচাপের ভ্রুকুটি। যার জেরে ব্যাপক বৃষ্টিপাত চলবে দিনকয়েক। বঙ্গোপসাগরের উত্তরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যা সক্রিয় হয়ে ওঠার ফলেই বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। খুব শীঘ্রই এই নিম্নচাপ অতি সক্রিয় হয়ে উঠবে বলে দাবি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
বাংলাদেশ হয়ে এই নিম্নচাপ পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হওয়ার কথা। পরে ঝাড়খন্ড বিহারের দিকে চলে যাবে বলে জানা গিয়েছে। যার জন্য আগামী দুদিন এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৭ তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। ৩০ জুলাই পর্যন্ত চলবে এই বৃষ্টিপাত।
সুন্দরবনে টর্নেডো, এক মিনিটের ঝড়ে লন্ডভন্ড এলাকার
ইতিমধ্যেই কমলা এবং হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়বে। পাশাপাশি বাঁকুড়া এবং পুরুলিয়াতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনার নদিয়া, পূর্ব- পশ্চিম বর্ধমান, বীরভূমে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার কথা। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদের জারি করা হয়েছে হলুদ সর্তকতা।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২৯ জুলাই প্রবল বৃষ্টির সাক্ষী থাকবে বাংলা। হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হওয়ার কথা। অতি ভারী বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায়। যার জেরে এই এলাকাগুলিতে কমলা সর্তকতা জারি করা হয়েছে।