বাংলায় ভোট প্রচারে যোগী আদিত্যনাথ, হাথরসের ঘটনায় একযোগে আক্রমণ তৃণমূলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গের মালদায় ভোট প্রচারে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই সমাবেশ থেকে রাজ্যে তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন তিনি।
তাঁর অভিযোগ, বাংলায় আইনের শাসন বলে কিছু নেই। এখানে আছে শুধু তোষণ আর রাজনীতি। এখানে লাভ জিহাদের ঘটনা ঘটে। হত্যার মতো ঘটনা ঘটে। তিনি বলেন, একুশের নির্বাচনে বিজেপিকে নিয়ে আসুন,বাংলায় গরু চুরি থেকে শুরু করে সব অরাজকতা বন্ধ হয়ে যাবে।
আক্রমণের জবাব টুইটারে দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও সদ্য তৃণমূলে যোগ দেওয়া ক্রিকেটার মনোজ তিওয়ারি এবং অভিনেত্রী সায়নীও হাথরসের ঘটনাকে কেন্দ্র করে যোগী সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি।
পার্থ চট্টোপাধ্যায় লেখেন ,
পশ্চিমবঙ্গে প্রচারে আসার আগে নিজের রাজ্যের আইনশৃঙ্খলার দিকে নজর দিন @myogiadityanath। আপনি কী জবাব দেবেন? হাথরসে যৌন-নিপীড়নে অভিযুক্ত এক অপরাধী কী করে নির্যাতিতার বাবাকে নির্মমভাবে গুলি করে হত্যা করতে পারে? #BJPHataoBetiBachao pic.twitter.com/cANcNVKCmh
— Partha Chatterjee (@itspcofficial) March 2, 2021
মনোজ তিওয়ারি লিখেছেন,
আবার এক ঘৃণ্য ঘটনা, আবার সেই হাথরাস এবং সেই @myogiadityanath শাসিত উত্তর প্রদেশ। নিজের ঘর যিনি সামলাতে পারে না তিনি আসছেন বাংলায় প্রচার করতে। উনি কি জবাব দেবেন কি করে এক নির্যাতিতার বাবাকে সেই নির্যাতনে অভিযুক্ত অপরাধী ১২-বার গুলি করে হত্যা করতে পারে? #BJPHataoBetiBachao pic.twitter.com/FXq2PYmfLB
— MANOJ TIWARY (@tiwarymanoj) March 2, 2021
একই বিষয় নিয়ে যোগী সরকারকে কটাক্ষ করেছেন অভিনেত্রী সায়নী ঘোষও। তিনি লিখেছেন, ‘হাথরসে একজন কৃষক পিতা তার কন্যাকে শ্লীলতাহানি করার অভিযোগ করেছিলেন। ওই কৃষক অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিল। এর ফল হিসাবে তাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল। একবার ভাবুন!’
Not a good morning…
In Hathras, UP, the farmer father complained of the complaint of molesting his daughter. Shoheda roasted the farmer and killed him mercilessly. The deceased farmer had complained against Shohade to the police station, causing rounds of firing.#thinkTwice https://t.co/I4mLBJhJYL
— saayoni ghosh (@sayani06) March 2, 2021
রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ঘটনাকে সামনে রেখেই যোগী আদিত্যনাথকে আক্রমণ করেছেন। তিনি বলেন, এভাবেই কি সোনার বাংলা বানাবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দল? বিজেপি শাসনে আদেও কি সোনার উত্তরপ্রদেশ তৈরি করা সম্ভব হয়েছে? নাকি তারা বাংলাকে উত্তরপ্রদেশ গড়ে তুলতে চান?
দীর্ঘক্ষণ অপেক্ষার পর মেলেনি টিকা, বারাসাতে বিক্ষোভ ভোটকর্মীদের
তিনি আরও বলেন, সেই উত্তর প্রদেশ, যেখানে মেয়েদের নিরাপত্তা নেই, সেই উত্তর প্রদেশ যেখানে নাগরিক কি খাবে তা ঠিক করার অধিকার নেই। এই রাজ্যের মানুষ কখনোই বাংলাকে চেহারায় দেখতে চান না। তাই ভোট পাখি হয়ে যোগী আদিত্যনাথেরা যতই বাংলায় আসুন, তাতে কোন লাভ হবে না।