আন্তর্জাতিক মানচিত্রে অযোধ্যাকে তুলে আনার পরিকল্পনা যোগী আদিত্যনাথের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সম্প্রতি প্রধানমন্ত্রীর হাতে ভূমি পুজো হয়েছে রামলালা মন্দিরের। এবার আন্তর্জাতিক মানচিত্রে অযোধ্যাকে তুলে আনতে পরিকল্পনা গ্রহণ করল যোগী আদিত্যনাথ -এর উত্তর প্রদেশ সরকার। বিশ্বের পর্যটন মানচিত্রে অযোধ্যাকে নিয়ে আসতে আধুনিক বৈদিক শহর হিসেবে অযোধ্যাকে তুলে ধরতে চাইছেন যোগী আদিত্যনাথ।
সরযূ নদীর তীরে তৈরি হচ্ছে রামচন্দ্রের বিশালতম মন্দির, থাকবে রামচন্দ্রের বিশাল মূর্তিও, যা বিশ্বের উচ্চতম মূর্তি হতে চলেছে। মূর্তির সৌন্দর্য ও বিশালত্বে অভিভূত হবেন পর্যটকরা। আর সেই কারণেই অযোধ্যায় তৈরি হতে চলেছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর। যার মাস্টারপ্ল্যান ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে যোগী আদিত্যনাথ সরকার।
ইতিমধ্যেই অযোধ্যায় ডাবল রেল লাইন করা হচ্ছে। রেল স্টেশনের সৌন্দর্যায়নের কাজ চলছে। অযোধ্যা থেকে সুলতানপুর পর্যন্ত তৈরি হচ্ছে ৪ লেনের রাস্তা, যা বিমানবন্দর পর্যন্ত যাবে। অযোধ্যা ধামে যাওয়ার জন্য সোহাওয়াল থেকে বিক্রমজোট পর্যন্ত বাইপাস তৈরির প্রস্তাবও জমা দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ১৫০০ কোটি টাকায় রায়বরেলি থেকে অযোধ্যা পর্যন্ত ৪ লেনের রাস্তাও তৈরি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি পর্যটন বিভাগের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, অযোধ্যাকে গ্লোবাল সিটি হিসাবে তুলে ধরতে একটি বেসরকারি কনসালট্যান্ট সংস্থার সাহায্য নিতে চলেছেন তাঁরা। সরযূ নদীর গতিপথ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে আধুনিক পয়ঃপ্রণালী প্ল্যান্ট তৈরি হয়েছে। এ জন্য খরচ হবে কয়েকশো কোটি টাকা।
পাশাপাশি তৈরি হচ্ছে দশরথ মহল, সৎসঙ্গ ভবন, প্যাসেঞ্জার অ্যাসিস্ট্যান্স সেন্টার ও নাইট শেল্টার। এ জন্য খরচ হবে ২৪২ লাখ টাকা। পঞ্চ কোশী পরিক্রমা মার্গে ১৯৭ লাখ টাকায় দিগম্বর এরিনা। এর আগে দীপোৎসব থেকে রাম লীলা, উত্তর প্রদেশে সরকারে আসার পর থেকে অযোধ্যায় একের পর এক আন্তর্জাতিক মানের অনুষ্ঠান করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাই এবার নতুন মোড়কে অয্যোধ্যাকে রূপ দিয়ে চমক লাগাতে চাইছেন তিনি।