কংগ্রেসের সাঁড়াশী চাপে নতিস্বীকার, লাখিমপুর যাওয়ার অনুমতি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘটানাপোড়েনের পর লাখিমপুর যাওয়ার অনুমতি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা। সেই সঙ্গে আরও তিনজনকেও অনুমতি দেওয়া হয়েছে যোগীর পুলিশের তরফে।

অনুমতি না থাকার সত্ত্বেও বুধবারই লখিমপুর যাওয়ার সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী। এদিন সকালে সাংবাদিক সম্মেলন করে যোগী সরকারের উপর একরাশ ক্ষোভ উগরে দেন রাহুল। প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর নিরবতা নিয়েও।

এদিন সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী বলেন, কৃষক হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত। বাকিদের লখিমপুরে যেতে দেওয়া হচ্ছে। অথচ শুধু কংগ্রেসকে বাধা দেওয়া হচ্ছে। কাজেই তিনি বুধবার লখিমপুরে যাবেন।

এরপর যোগী সরকারের নির্দেশে রাহুলকে দিল্লি বিমানবন্দরে আটকানোর পরিকল্পনা করা হয়। তা সত্ত্বেও বিমানে প্রতিনিধি দল নিয়ে রওনা দেন লখিমপুরের উদ্দেশে রাহুল। এরমধ্যেই সিদ্ধান্ত বদল করে যোগী সরকার।

রবিবার উত্তরপ্রদেশে কৃষকদের মিছিলের উপরে গাড়ি চালিয়ে দেওয়া হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের। কার্যত উত্তপ্ত হয়ে ওঠে উত্তরপ্রদেশের রাজনীতি।

এরমধ্যেই লখিমপুরে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে রবিবারই রওনা দেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রায় ৩০ ঘণ্টা আটক করে রাখা হয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে। তারপর তাঁকে গ্রেফতারও করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট