যুবশক্তির হয়ে কাজ করতে তৃণমূলের পতাকা ধরার দরকার নেই: অভিষেক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ যাত্রাশুরুর দিনেই উচ্চস্বরে বলা হয়েছে, দল নয় মানুষের জন্য কাজ করতে ‘যুবশক্তি’র আত্মপ্রকাশ। এদিন স্পষ্টভাষায় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জানিয়ে দিলেন, যুবশক্তির সৈনিক হিসাবে কাজ করতে গেল তৃণমূলের ঝাণ্ডা কাঁধে ঘোরার দরকার নেই।
যুব যোদ্ধা সেই যে মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের জন্য কাজ করবে। এর জন্য রঙ বিচারের দরকার নেই। যুব যোদ্ধা মানে পাশে থাকার অঙ্গীকার। আপানারাই শক্তি। আপনারা সকলেই নিজেদের গঠনমূলক কাজে নিয়োজিত করুন।
কোন পার্টি করেন দেখার দরকার নেই। মানুষের জন্য কাজ করলে আমি পাশে পাশে আছি। এদিন তৃণমূলের এই যুব নেতা বুঝিয়ে দিয়েছেন, দল-মত নির্বিশেষে এই মুহূর্তে যুবশক্তিতে যুক্তদের প্রধান কাজ হল বাংলাকে করোনা মুক্ত করা, আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।
উল্লেখ্য, যুব সম্প্রদায়ের মধ্যে সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে অনেকেরই অনিহা রয়েছে। অথচ অনেক যুবক-যুবতীই চান মানুষের জন্য কাজ করতে । সরাসরি রাজনীতিতে যুক্ত না হয়েও তাদের মানুষের জন্য কাজ করার কথা বললেন অভিষেক।
অভিষেকের ডাকে ইতিমধ্যেই বাংলার যুবশক্তি কর্মসূচিতে নাম নথিভুক্ত করেছেন ৬ লক্ষের বেশি যুব যোদ্ধা। এদিন তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই কথাই জানালেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
৩ মাস পরও অব্য়াহত ভারত চিন দ্বন্দ্ব
এদিন ভিডিও কনফারেন্সে যুব যোদ্ধাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । অভিষেক বলেন, মানুষের সেবা করে তাদের পাশে দাঁড়ানোই যুব যোদ্ধাদের প্রধান কাজ। আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদের পাশে দাঁড়িয়ে নিজেদের দায়িত্ব পালন করব।
তিনি আরও বলেন, যত বড় নেতাই হোক , যদি আপনাদের কাজ করতে গিয়ে কোন পার্টির নাম করে কেউ ভয় দেখায়, হুঁশিয়ারি দেয় আপনারা পরোয়া করবেন না । দল – মত – নির্বিশেষে এখন প্রধান কাজ হল বাংলাকে করোমুক্ত করা । আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ।