মমতার জয় নিশ্চিত করুন, ফুলবদলের জল্পনা জিইয়ে কুনালকে পাল্টা জবাব লকেটের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফুলবদলের জল্পনা জিইয়ে রেখেই কুনাল ঘোষের ধন্যবাদ জ্ঞাপনের জবাব দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। কুনাল ঘোষকে পাল্টা জবাবে তিনি বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে যেন হেরে না যায় সেদিকে আপনার মনোযোগ দেওয়া উচিত।”

তবে সেই জবাবে ছিল না কোন শ্লেষ বা বক্রোক্তি। যেভাবে বিধানসভা নির্বাচনের আগে তাঁরা রনংদেহী মেজাজে শাসকশিবিরকে পর্যদস্তু করতেন, এদিনের জবাবে সেই ঝাঁঝ অনেক কম। বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

লকেটের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা প্রায় ১৫ দিন ধরে। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের বৈঠক হয়েছে বলে খবর ছড়িয়েছিল। তিনি নাকি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যেতে চান। যদিও সে খবর অস্বীকার করেছিলেন হুগলির সাংসদ।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে হুগলি থেকে জিতে সাংসদ হন লকেট। যদিও রাজনীতিতে তাঁর পদার্পণ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হাত ধরে। তার পর তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। দীর্ঘ সময় বঙ্গ-বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে কাজ করেছেন।

ভবানীপুরে মমতা বিরোধী প্রচারে নেই লকেট, টুইটে ধন্যবাদ কুনালের

মোদীর সরকারের মন্ত্রী হিসেবে জল্পনায় বারংবার উঠে এসেছে তাঁর নাম। সেই জল্পনা সত্যি হয়নি। উত্তরাখণ্ড নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে লকেটকে। তাঁকে সেরাজ্যের ‘সহ পর্যবেক্ষক’ করা হয়েছে। জাতীয়স্তরে এই প্রথম তিনি এত বড় কোনও দায়িত্ব পেয়েছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন, বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করাই সবথেকে বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে ভিন রাজ্য সহ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েও কোথাও যেন সেই ক্ষোভে মলম পড়েনি।

যেভাবে মন্ত্রীত্ব যাওয়ার পর ক্ষোভ মনের কোনে জমিয়ে রেখেছিলেন বাবুল, হয়ত সেভাবেই লকেটও তাঁর অভিমান জমিয়ে রেখেছেন। মান-অভিমানের পালা কাটিয়ে ফের মমতার পাশে লকেটকে দেখা যাবে কিনা সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে।

সম্পর্কিত পোস্ট