গোষ্ঠী সংঘর্ষের জেরে মৃত যুবক, উত্তপ্ত বর্ধমানের বাদশাহী রোড এলাকা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আবহে চলছে পঞ্চম দফায় লকডাউন। আর এর মধ্যে কোনো সংঘর্ষ ও পথ দুর্ঘটনা ঘটেনি।

আনলক ওয়ান শুরু হওয়ায় ধীরে ধীরে ছন্দে ফিরছে রাজ্য। এরই মাঝে শাসকদলের গোষ্ঠী সংঘর্ষের জেরে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বর্ধমান শহরের জিটি রোড বাদশাহী রোড এলাকায় । মৃত যুবকের নাম গৌতম দাস।

অপর এক তৃণমূল নেতা বিকাশ মন্ডলের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে। বিকাশ মন্ডলকেও মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তার পরিবার।

প্রদীপের নীচে অন্ধকার, উদাহরণ কুমারগঞ্জ ব্লকের আংগীনা গ্রাম

ঘরের ভিতরে ফ্রিজ , আলমারি , অ্যাকোরিয়াম সহ মোটরবাইকেও ভাঙচুর করা হয়েছে । বাড়ির জানলার কাঁচ , দরজা ভেঙে দিয়েছে উত্তেজিত জনতা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। আপাতত এলাকা থমথমে। পুলিশ টহল দিচ্ছে গোটা এলাকায় ।

জানা যায় বুধবার সন্ধ‍্যা নাগাদ গৌতম দাস নামে এক যুবক অর্থাৎ তৃণমূলেরই সমর্থক সে বাইকে করে ফিরছিলো । সেই সময় বাইকের হ্যান্ডেল কৌশিক নামে এক যুবকের গায়ে লাগে । এই ঘটনাকে ঘিরে শুরু হয় বচসা ।

তারপরেই ঘটনাস্থলে আসে তৃণমূলেরই আর এক কর্মী রাজনারায়ন সাউ ওরফে বাবুয়ার দলবল । উত্তপ্ত বাক‍্য বিনিময়ের মাঝেই বেধড়ক মারা হয় গৌতম দাসকে সেখানেই লুটিয়ে পড়ে গৌতম দাস স্থানীয়রা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

মৃত্যুর খবর আসতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ওই এলাকা।,মূলত এলাকা সামাল দিতে বর্ধমান পুলিশ প্রশাসন সজাগ ওই এলাকা,আপাতত নজরদারির মধ্যে রয়েছে লক্ষীপুর মাঠ বাদশাহী রোড ও কলেজ মোড় এলাকা। ঘটনাস্থলে বর্ধমান থানার আইসি পিন্টু সাহা সহ ডিএস পি হেডকোয়ার্টার সৌভিক পাত্র ও অনান‍্য পুলিশ কর্মীরা

সম্পর্কিত পোস্ট