কালীঘাটে যুবমৈত্রী ক্লাবে রেশন বন্টন – প্রচেষ্টায় অতনু প্রসাদ মিত্র

রাহুল গুপ্ত

করোনার করাল গ্রাসের মোকাবিলায় গত ৫ই এপ্রিল থেকে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় অতনু প্রসাদ মিত্র দিয়ে চলেছেন দুবেলা করে সাধারণ মানুষকে প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সামগ্রী।

কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দেওয়ার পর এইবার কালীঘাট অঞ্চলে কালীঘাট মন্দির ও ফায়ার ব্রিগেড সংলগ্ন কালীঘাট যুবমৈত্রী ক্লাবের অধীনে হয়ে গেলে এই রেশন বন্টন প্রক্রিয়া। কালীঘাট যুবমৈত্রী ক্লাব দীর্ঘদিনের প্রাচীনতম ক্লাব , বহু সময়েই বিভিন্ন সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করে থাকে এই ক্লাব।

এই ক্লাবের সহ সভাপতির দায়িত্বে রয়েছেন সমাজসেবী শ্রী কুমার সাহা এবং পৃষ্ট পোষকের দায়িত্বে রয়েছেন অতনুপ্রসাদ মিত্র। খাদ্য দ্রব্য সামগ্রী বন্টন প্রক্রিয়ার অষ্টম দিনে যুবমৈত্রী ক্লাবের অধীনে সাধারণ মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট গোল দাগের মধ্যে দাঁড়ায়।

আরও পড়ুনঃ কড়া নজরদারি হাওড়ায়, হাইলি সেনসেটিভ বেশ কয়েকটি এলাকা

প্রতেকেই নির্দিষ্ট কুপনের বিনিময়ে রেশন সামগ্রী পান। যুব মৈত্রী ক্লাবের প্রবীণ থেকে নবীন সবাই পৃষ্ট পোষক অতনুপ্রসাদ মিত্রের এই উদ্যোগ কে সাধুবাদ জানান

সম্পূর্ণ ঐকান্তিক প্রচেষ্টায় অতনুপ্রসাদ মিত্রের এই উদ্যোগে কিছুদিনের জন্য হলেও কিছু মানুষ সামান্য উপকৃত হচ্ছেন। তবে তিনি নিজে কতটা সচেতন ? দীর্ঘদিন মেডিকেল জগতের সঙ্গে যুক্ত থাকার সুবাদে কিছু প্রয়োজনীয় টিপস ও দিলেন।

এইভাবেই যুব মৈত্রী ক্লাবের পৃষ্ট পোষক অতনুপ্রসাদ মিত্রের প্রচেষ্টায় , যুব মৈত্রী ক্লাবের সহ সভাপতি সমাজসেবী শ্রী কুমার সাহার ইচ্ছায় কালীঘাটে যুবমৈত্রী ক্লাবে রেশন বন্টন প্রক্রিয়া সম্পূর্ণ হয়।

সম্পর্কিত পোস্ট