একুশের ভোটে যুব সমর্থন লক্ষ্য তৃণমূলের, ১৪ জেলায় একদিনে যোগ ৪ লাখ যুবর

সর্নিকা দত্ত

তথ্য বলছে, ভোট রাজনীতিতে বরাবরই নতুন ভোটারদের নিজেদের দিকে টানার কৌশল নেয় সব রাজনৈতিক দলই। বিশেষ করে যাঁরা প্রথম ভোটার। এবার সেই কৌশলকেই নয়া মোড়ক দিল তৃণমূল কংগ্রেস।

শুধু প্রথম ভোটার নয়, এবার তাঁদের লক্ষ্য ১৮ থেকে ৩৫ বছরের যুব ভোটাররাও। পুরভোটের আগে শেষ পাওয়া রাজ্যের ভোটার তালিকায় নতুন ভোটারের সংখ্যা ছিল ৭০ লক্ষ।

এই ৭০ লক্ষ ভোটারকে নিদের দিকে টানতে পারলেই কিস্তিমাত সেকথা ভালোই বোঝেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর আর তাই নয়া মোড়কে এই নতুন ভোটারদের তৃণমূলের টানার কাজ শুরু করল তৃণমূল।

আর প্রথম কিস্তিতেই তাঁর হাতে ধরে রাজ্যের ১৪ জেলায় তৃণমূলে নাম লেখালেন প্রায় ৪ লাখ যুবক-যুবতী। ১৪ জেলার তৃণমূল সভাপতিরা এই নয়া সদস্যদের রবিবার সাদরে তৃণমূলে বরণ করে নিলেন।

লোকসভা নির্বাচনের পর তৃণমূলকে জয়ের সরণিতে ফেরাতে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের শরণাপন্ন হয় রাজ্যের শাসকদল। এরপর তিনি তাঁর মতো করে রণনীতিও তৈরি করে ফেলেন । ‘ইউথ ইন পলিটিক্স’ বলে কর্মসূচিরা মাধ্যমে রাজনীতিতে যোগদানর জন্য যুবসমাজকে আহ্বান করেন পিকে।

ফিরছেন শোভন ! রত্না চট্টোপাধ্যায়কে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিল দল

সেই কর্মসূচি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে। গোটা রাজ্যে প্রায় ৪ লক্ষের মতো যুবক-যুবতী (১৮-৩৫ বয়সের মধ্যে) ওই কর্মসূচির মাধ্যমে রাজনীতিতে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেন।

তাঁরাই এদিন, আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন।এদিন উত্তর ২৪ পরগনায় জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ও যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী। দক্ষিণ ২৪ পরগনায় শুভাশিস চক্রবর্তী।

পূর্ব মেদিনীপুরে শিশির অধিকারী। নদিয়ায় মহুয়া মৈত্র। হুগলিতে দিলীপ যাদব, হাওড়ায় (শহর) লক্ষ্মীরতন শুক্লা। মালদায় মৌসম বেনজির নুর যোগদান করালেন।

গত এক মাস ধরেই রাজ্যব্যাপী তৃণমূলে যোগদান শিবির চলছে। মুখ্যমন্ত্রীর আহ্বানে বহু রাজনৈতিক নেতা-কর্মী বিজেপি-সিপিএম-কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন।

শুধু তাই নয়, যাঁরা দল ছেড়ে গিয়েছিলেন তাঁরাও আবার ফিরে আসছেন। এবার লক্ষাধিক যুবককে যোগদান করাচ্ছে তৃণমূল। একুশের ভোটের আগে দলের সংগঠনকে মজবুত করতে কাজ চালিয়ে যাচ্ছে টিম পিকে। গত কয়েক মাসে চুপিসারে বিরোধী দলগুলির সংগঠনে ভাঙন ধরিয়ে কাজ করে চলেছে সেই টিম।

উল্লেখ্য, প্রশান্ত কিশোরের ডাকে গত দুই বছরে প্রায় ১০ লাখ যুব যোদ্ধা তাঁর পোর্টালে নাম লিখিয়েছেন। এরমধ্যে একটা বড় অংশ তৃণমূলের সঙ্গে কাজ করতে চেয়েছেন। এদিন তাঁদেরই দলে অর্ন্তভুক্ত করা হল।

সম্পর্কিত পোস্ট