মমতার থেকে বেশী জনপ্রিয় জাকির, পূর্ণমন্ত্রী করা হোক তাঁকে; বিস্ফোরক অধীর চৌধুরী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে দু’হাত তুলে আশীর্বাদ করেছেন মুর্শিদাবাদ বাসী। একদা এঅ জেলা ছিল কংগ্রেসের গড়। এবারের নির্বাচনে জেলার বাইশটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২০ টি আসনই ঘাসফুলের দখলে। তারপরেও এই জেলা থেকে পূর্ণমন্ত্রী করা হয়নি কাউকেই।

এবার সেই কথাই স্মরণ করিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সোমবার স্পষ্ট জানালেন তিনি, “জাকির ভালো ছেলে। ওকে আমি পছন্দ করি। নিজের এলাকার ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি জনপ্রিয় জাকির হোসেন।”

তাঁর কথায়, “জাকির জঙ্গিপুর থেকে ৯২ হাজারেরও বেশি ভোটে জিতেছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন ৫৮ হাজার ভোটে। এটাই বুঝিয়ে দিচ্ছে কে বেশি জনপ্রিয়।”

অধীর চৌধুরীর কথায়, মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের লুটপাট করে, কেড়ে খাওয়া নেতাদের ভিড়ে জাকির হোসেন ব্যতিক্রম। জাকির হোসেনকে ক্যাবিনেট মন্ত্রী করে মুর্শিদাবাদ জেলার সঙ্গে এবার অন্তত ন্যায় করুক তৃণমূল সরকার।

প্রসঙ্গত, এর আগে শ্রম দফতরের প্রতিমন্ত্রী ছিলেন জাকির। গত বছর নিমতিতা রেল স্টেশনের কাছে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন তিনি। এবার, স্ট্রেচারে শুয়েই মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন জঙ্গিপুরের এই প্রার্থী।

পুজোর পাশাপাশি মহালয়াতেও রকমারি খাবার দোরগোড়ায় পৌঁছে দেবে পঞ্চায়েত দপ্তর

কিন্তু জঙ্গিপুরের আরএসপি প্রার্থীর মৃত্যুতে পিছিয়ে যায় ভোট। রবিবার ভোটের ফল বেরোতেই অধীর দাবি জানালেন তাঁকে পূর্ণমন্ত্রী করার।

অধীর বলেন, জঙ্গিপুরে কংগ্রেসের পক্ষ থেকে কেউই প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেনি। যেহেতু ওখানে কংগ্রেস প্রার্থী দেয়নি তাই কংগ্রেস কর্মীরাও জাকিরকে ভোট দিয়েছেন।

এমনকি তিনি একথাও বলেন, জাকিরের ভাল দিকটা দেখেই মানুষ এত ভোট দিয়েছেন। পাশাপাশি, শারীরিক অসুস্থতা সত্ত্বেও জাকিরের লড়াইকে সাধুবাদ জানিয়েছেন অধীর চৌধুরী।

সম্পর্কিত পোস্ট