একে করোনায় রক্ষে নেই সঙ্গে দোসর জিকা

দ্য কোয়ারি ডেস্ক: একে করোনায় রক্ষে নেই সঙ্গে দোসর জিকা-ডেঙ্গু। কেরলের পর এবার মহারাষ্ট্রতে মিলেছে জিকা ভাইরাস। পুণের পুরন্দর এলাকায় এক প্রৌঢ়ার দেহে এই ভাইরাস মিলেছে। আক্রান্ত ওই প্রৌঢ়ার কোনও উপসর্গও দেখা দেয়নি।

মহারাষ্ট্র স্বাস্থ্য দফতর জানিয়েছে, জুলাইয়ের শুরুতেই পুরন্দরের বেলসার গ্রামে কয়েকজন জ্বরে আক্রান্ত হন। তাঁদের নমুনা সংগ্রহ কর ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি তে পাঠানো হয়। পরীক্ষায় ৩ জনের নমুনায় জীবাণু ধরা পড়েছে।  আরও অনেকে আক্রান্ত।

জিকা ভাইরাসের সংক্রমণে  জ্বর, মাথাব্যথা, চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।  জিকার সংক্রমণে মৃত্যুর আশঙ্কা তুলনায় কম। কিন্তু সংক্রমণ বাড়াবাড়ি হলে বড় বিপদ।  এর কোনও টিকা বা ওষুধ নেই। চিকিৎসকরা জানাচ্ছেন, প্রচুর জল খেতে আর বিশ্রাম নিতে হবে।

সম্পর্কিত পোস্ট