‘আশা করব ভাল বাজেট হবে…’ না হলে কী পরিকল্পনা? হুঁশিয়ারির সুরে স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী

প্রত্যাশা অনুযায়ী ভাল বাজেট আশা করছি……না হলে! হুঁশিয়ারি বিরোধী দলনেতার। বৃহস্পতিবার বেলা তিনটেয় বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্য বাজেট। প্রত্যাশা অনুযায়ী ভাল বাজেট আশা করছি……না হলে প্রয়োজনমত ব্যবস্থা ! হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

রাজ্য বাজেটে প্রত্যাশা প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, ‘‘আশা করবো আশা কর্মী থেকে অস্থায়ী কর্মী, সিভিক ভলান্টিয়ারস থেকে ভিলেজ পুলিশ, সরকারি পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মী-সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষদের সম কাজে সম বেতনের মাধ্যমে সকলের জন্য আর্থিক সুরক্ষা ঘোষণা করা হবে। লক্ষ্মীর ভান্ডারের টাকা ৫০০ থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হবে। আমরা এও আশা করব ওড়িশা, বিহারের মতো সমস্ত পার্ট টাইম শিক্ষক অধ্যাপক থেকে অন্যান্য শিক্ষা কর্মীদের স্থায়ীকরণের ঘোষণা করা হবে এই রাজ্য বাজেটে।“

বিরোধী দলনেতা আরও বলেন , “আমরা আশা করব অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গেও রান্নার গ্যাস সাড়ে চারশো টাকায় পাব। পেট্রোল , ডিজেল , রান্নার গ্যাসের যে কর রাজ্য সরকার নিচ্ছে সেটা নেবে না। তাহলে স্বাভাবিক ভাবেই পেট্রোপণ্যের দাম কমে যাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে অর্থমন্ত্রী সমস্ত শূন্যপদ পূরণের ঘোষণা করবেন।’ উত্তর প্রদেশের মত যারা পেনশন পান তাদেরও স্পেশ্যাল ইনসেনটিভ ঘোষণা করা হবে। জমিনীতি বদল করে শিল্প ও বাণিজ্যমুখী বাজেট হবে। সিঙ্গুরের জমিতে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার রোড ম্যাপ চূড়ান্ত হবে।’’

বিধায়কদের ভাতা বন্ধ থেকে মার্শাল দিয়ে বের দেওয়া , যদি অসংসদীয় কথাবার্তা , বিজেপি কিংবা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করা হয়, তাহলে বিজেপি যে সোচ্চার এবং উচ্চকণ্ঠে প্রতিবাদ জানাবে সেই হুঁশিয়ারিও দিয়ে রেখে শুভেন্দু অধিকারী।

সম্পর্কিত পোস্ট