‘দিশাহীন’, লোকসভা ভোটের প্রচার’ – রাজ্য বাজেটকে তীব্র কটাক্ষ বিরোধী দলনেতার

‘দিশাহীন’, লোকসভা ভোটের প্রচার’ – রাজ্য বাজেটকে তীব্র কটাক্ষ বিরোধী দলনেতার। সামাজিক প্রকল্পগুলিতে অর্থ বরাদ্দ বাড়ানো-সহ একাধিক সুযোগ-সুবিধা নিয়ে বৃহস্পতিবার পেশ হয়েছে চলতি অর্থবর্ষের রাজ্য বাজেট। বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির সুবিধা বাড়ানো হয়েছে।

অভিযোগ, সাধারণ শ্রেণির মহিলা এবং জনজাতিদের জন্য এই প্রকল্পের অর্থ নিয়ে যা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, বাজেটে তা বাস্তবায়িত হয়নি। সাধারণ মহিলারা যা পাবেন, পিছিয়ে পড়া শ্রেণির জন্য সেই অঙ্ক দ্বিগুণ হওয়ার কথা। কিন্তু বাজেটের ঘোষণা অনুযায়ী, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ১০০০ টাকা পাবেন সাধারণ শ্রেণির মহিলারা। আর তফসিলি জাতি-উপজাতিদের জন্য তা ১২০০ টাকা। অর্থাৎ উভয়ের ফারাক মাত্র ২০০ টাকা। এতেই আপত্তি তুলেছেন শুভেন্দু।

বাজেটের একাধিক ত্রুটি বের করলেন তিনি। অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য বিশেষ কোনও ঘোষণা নেই বলে তোপ দাগলেন তিনি। জানালেন, শনিবার বাজেটের বিরোধিতায় নিজেদের মতামত পেশ করতে চান বিজেপি বিধায়করা।

সম্পর্কিত পোস্ট