পশ্চিমী ঝঞ্ঝা-উচ্চচাপ বলয় , বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা সহ জেলায়

পশ্চিমী ঝঞ্ঝা-উচ্চচাপ বলয়ের গেরোতেই এই বৃষ্টি হয়েছে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতির আশা রয়েছে। আগামী পাঁচদিনে ঠান্ডা ফেরার কোনও আশা নেই। আলিপুর আবহাওয়া অফিস বলছে, আজ সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপর একটি উচ্চচাপ বলয় রয়েছে। যার ফলে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে।

বাংলাদেশের ওপর একটি ঘূর্ণবার্তও রয়েছে। এর প্রভাবে আরও ২ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ৩ তারিখ কেবলমাত্র দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও কলকাতাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি সব জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ মালদা ও দুই দিনাজপুর বাদে বাকি সব জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামিকাল ও পরশু সমস্ত জেলাতেই বৃষ্টি হবে।

সম্পর্কিত পোস্ট