রামলালার প্রতিষ্ঠার পর প্রথম রাম নবমী – রেকর্ড গড়তে আয়োজনে খামতি রাখছে না ট্রাষ্ট

রামলালা বিরাজমান হওয়ার পর এই প্রথম রাম মন্দিরে পালিত হবে রামনবমী। স্বাভাবিকভাবেই জোরকদমে চলছে প্রস্তুতি। রামলালার প্রতিষ্ঠার পর প্রথম রাম নবমী , রাম নবমীতেই বিশেষ রেকর্ড গড়তে চলেছে রাম মন্দির। জানা গেল, রামনবমী উপলক্ষে অযোধ্যা এসে পৌঁছচ্ছে ১ লক্ষ ১১ হাজার ১১১ কেজির লাড্ডু !

দেবরাহা হংস বাবা ট্রাস্টের তরফে রাম মন্দিরে রাম নবমীতে প্রায় ১ লক্ষ ১১ হাজার ১১১ কেজি লাড্ডু পাঠানো হবে। রামলালাকে উৎসর্গ করার পর, ওই দিন মন্দিরে যে ভক্তরা আসবে তাদের মধ্যে সেই লাড্ডু বিলিয়ে দেওয়া হবে। দেবরাহা হংস ট্রাস্টের তরফে জানানো হয়েছে, তারা প্রতি সপ্তাহেই দেশের বিভিন্ন বিখ্যাত মন্দিরে লাড্ডু প্রসাদ পাঠান।

কাশী বিশ্বনাথ মন্দির, তিরুপতি বালাজি মন্দিরেও এই লাড্ডু পাঠানো হয়। এর আগে গত ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ৪০ কেজির লাড্ডু প্রসাদ হিসেবে পাঠিয়েছিল তারা। তবে এবার লাড্ডুর ওজন পেরল ১ লক্ষ কেজি। তবে শুধু রাম মন্দিরেই নয়, প্রতি সপ্তাহেই এই ট্রাস্টের তরফে লাড্ডু পৌঁছে যায় বারাণসীর কাশী বিশ্বনাথ থেকে দক্ষিণে তিরুপতি বালাজি মন্দির সহ বিভিন্ন ধর্মীয় স্থানে।

সম্পর্কিত পোস্ট