‘লক্ষ্মীর ভান্ডারে’র পাল্টা – রাজ্যে ১৬ লক্ষ লাখপতি দিদি – বাংলার মহিলা ভোটব্যাঙ্ক টার্গেট প্রধানমন্ত্রীর

মমতা সরকারের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের পাল্টা কেন্দ্রীয় ‘লাখপতি দিদি’র প্রচার করলেন মোদী। মোদী বলেন, “আমাদের প্রয়াস গ্রামের থাকা আপনাদের মতো মহিলাকে লাখপতি দিদি বানানো।  গ্রামে গ্রামে এত লাখপতি দিদি যখন থাকবে, তাহলে গ্রামের ছবিটাই বদলে যাবে। ১ কোটি মহিলাকে লাখপতি দিদি বানাতে বিজেপি সফল। বাংলাতেও ১৬ লক্ষের বেশি মহিলা লাখপতি দিদি হয়ে গিয়েছেন।”

তবে অভিযোগও করলেন, বাংলায় মহিলাদের সুবিধার জন্য কেন্দ্রীয় প্রকল্পের চালু হতে দেয় না রাজ্য সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলায় বরাবরই শাসকদল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাঙ্ক সুদৃঢ় করতে মহিলাদের প্রাধান্য দিয়েছে। ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে আশাকর্মীদেরও বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন। লোকসভা নির্বাচনের আগে মমতা-সরকার মহিলাদের ভোট সুরক্ষিত করতে যেখানে আর্থিক সুবিধা প্রদানের ওপর জোর দিচ্ছে, সেখানে বিজেপি জোর দিচ্ছে মহিলাদের নিরাপত্তা ও আর্থিক স্বাধীনতার ওপরই।

মোদীর মুখে রাসমণি, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরাদের নাম। ভগিনী নিবেদিতা, সরলা দেবীর কথা বললেন। আর মহীয়সীদের কথা বলতে গিয়েই বাংলার শাসক দলকে বিঁধলেন মোদী। বললেন, “এখান তৃণমূল সরকার বাংলার মহিলাদের সম্মান দেয় না।” সন্দেশখালির ঝড় গোটা রাজ্যে, গোটা দেশে উঠবে বলেও মন্তব্য করেন মোদী। তিনি বলেন, “সন্দেশখালির মহিলারা দেখিয়েছে, তাঁদের আওয়াজ শুনবে কেবল বিজেপি। তোলাবাজদের হয়ে কাজ করা তৃণমূল সরকার মেয়েদের কথা শুনবে না।”

সম্পর্কিত পোস্ট