এয়ারপোর্ট অথারিটি দিচ্ছে চাকরির দারুণ সুযোগ, জানুন আবেদনের পদ্ধতি
চাকরির নতুন সুযোগ দিচ্ছে এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়। এআই-র তরফে জানানো হয়েছে, ৪৯০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া। আবেদন পাঠানোর শেষ তারিখ ১ মে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.aai.aero- এ গিয়ে আবেদন করতে পারেন।
জুনিয়র এগজেকিউটিভ (আর্কিটেকচার)- মোট ৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
জুনিয়র এগজেকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-সিভিল)- ৯০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
জুনিয়র এগজেকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-ইলেকট্রিকাল)- ১০৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
যারা গেট-২০২৪ পরীক্ষায় বসেছেন এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে, তারা এই শূন্যপদে আবেদন করতে পারবেন। এই শূন্যপদে আবেদন করার জন্য ৩০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
জুনিয়র এগজেকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-ইলেকট্রনিক্স)- মোট ২৭৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
জুনিয়র এগজেকিউটিভ (ইনফরমেশন টেকনোলজি)- মোট ১৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও মহিলাদের কোনও আবেদন ফি লাগবে না। এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছর ধার্য করা হয়েছে। তবে জনজাতি, উপজাতিদের ক্ষেত্রে ৫ বছর ও ওবিসিদের ক্ষেত্রে ৩ বছর অবধি বয়সসীমায় ছাড় দেওয়া হবে।