তলব করল ইডি , লোকসভা নির্বাচনের আগেই বিপাকে মহুয়া
বৃহস্পতিবার বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে তলব করা হয়েছিল মহুয়া মৈত্রকে। তবে সূত্রের খবর, আজ হাজিরা দেবেন না মহুয়া। সিবিআইয়ের পর এবার তলব করল ইডি। সূত্রের খবর, মহুয়া মৈত্র ইডিকে জানিয়েছেন, ভোট প্রচারে ব্যস্ত তিনি। লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যেন তাঁকে তলব না করা হয়। ভোট মিটলে তিনি ইডির মুখোমুখি হবেন।
প্রসঙ্গত, সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন করার মামলায় এর আগেও দুইবার মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে দু’বারই কাজে ব্যস্ত থাকার কারণ দর্শিয়ে হাজিরা এড়িয়েছেন বহিষ্কৃত সাংসদ। সম্প্রতিই এই মামলায় সিবিআই তাঁর কলকাতা, করিমপুরের বাড়ি ও দলীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছিল সিবিআইও।
গতকালই জানা যায়, বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে মহুয়া মৈত্রকে। কৃষ্ণনগর আসন থেকেই আবার মহুয়া মৈত্রকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্য়েই লোকসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন মহুয়া। তার মাঝেই এল ইডির সমন।