যুদ্ধের ভয়ে সেনাবাহিনীকে শক্তিশালী করতে মরীয়া পাকিস্তান!
ভারতের সঙ্গে টক্কর দিতে আর্থিক সঙ্কটের মধ্যেও সামরিক বাহিনীর আধুনিকীরণ জোর কদমে চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সম্প্রতি সেদেশের সরকারি তথ্য থেকে এ খবর জানা গিয়েছে।
কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই ভারতের সঙ্গে যুদ্ধের আবহে দিন কাটছে পাকিস্তানের।
ভারত যদি সত্যি আক্রমণ করে এবং যুদ্ধ বাধে, তাহলে সমানে টক্কর দিতে এখন ভেতরে ভেতরে তৈরি হচ্ছে ইসলামাবাদ বলে মত ওয়াকিবহাল মহলের।
তারই প্রথম ধাপ হিসেবে সামরিক বাহিনীর আধুনিকীকরণ করতে মরীয়া চেষ্টা করে যাচ্ছে তারা।
যদিও কিছুদিন আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমানোর নির্দেশ দিয়েছিলেন।
কিন্তু সেই নির্দেশের পরেও পাক সেনাবাহিনী তাদের ঘর গোছানোর চেষ্টা শুরু করে দিয়েছে।
ফলে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।
যদিও ইমরান খান কবুল করেছেন, যুদ্ধ হলে তাঁরা কিছুতেই ভারতের সঙ্গে কোনওভাবেই এঁটে উঠতে পারবেন না।
এটা নয়াদিল্লির নৈতিক জয় বলেই মনে করা হচ্ছে।
ঋণের ফাঁসে ছটফট করা পাকিস্তান এথন উভয়সঙ্কটে পড়েছে।
একদিকে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, অন্যদিকে রাজস্ব আদায়ের হাল রীতিমতো করুণ।
এর ফলে তাদের দেশের সামরিক বাহিনীর আধুনিকীকরণের অবস্থাও তথৈবচ।
গোদের ওপর বিষফোঁড়ার মতো বিশ্বব্যাঙ্ক অর্থনৈতিক পুনর্গঠন নিয়ে চাপ বাড়িয়েছে।
সেইসঙ্গে হু হু করে পড়তে শুরু করেছে টাকার দাম। ফলে ভারতের সঙ্গে টক্কর দিতে দেশিয় উপায়ে সমাধানের পথ খুঁজে বেড়াচ্ছে তারা।