ডিজে বাজিয়ে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল, শর্টসার্কিটে কোচবিহারে মৃত ১০
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ধর্মীয় উন্মাদনার বলি হলেন ১০ পুণ্যার্থীর। রবিবার গভীর রাতে কোচবিহারের জল্পেশের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আরও ৬ জনকে গুরুতর জখম অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জল্পেশের মন্দির শিব ভক্তদের কাছে খুবই জনপ্রিয়। শ্রাবণ মাস চলায় সেখানে ভক্তদের ভিড় উপচে পড়ছে। কোচবিহারের শীতলখুচির ২৫-৩০ জন এমনই শিবভক্তের একটি দল রবিবার রাতে একটি পিকাপ ভ্যানে করে জল্পেশের উদ্দেশে রওনা হয়। গাড়ির মধ্যে তারা আবার জেনারেটর দিয়ে ডিজে চালিয়েছিল। জামালদহ-চ্যাংড়াবান্ধা রাজ্য সড়ক পেরনোর সময়ই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
পঞ্চভূতে বিলীন হলেন নির্মলা মিশ্র
অন্য গাড়ির যাত্রীরা দেখেন হঠাৎই ওই পিকাপ ভ্যানের আলো-ডিজে বন্ধ হয়ে গিয়েছে, সবাই কেমন নেতিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ১০ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। আরও ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, গাড়িতে ডিজে না বাজারে এই দূর্ঘটনা ঘটত না। মৃতরা সকলেই শীতলখুচির বাসিন্দা। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকস্তব্ধ জল্পেশও।