সৌজন্যের রুপোলি শস্য, তিনটি ট্রাকে ১৬ টন ইলিশ এল ভারতে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে ১৬ টন ইলিশ মাছ প্রবেশ করলো ভারতে । বাংলাদেশ সরকার আগেই ঘোষণা করেছিল ভারতে পাঠানো হবে পদ্মার ইলিশ।

ঠিক সেই কথা মতই বুধবার সন্ধ্যায় বনগাঁ পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে করে ১৬ টন ইলিশ প্রথম প্রবেশ করে ভারতে । মোট ১১ ট্রাক ইলিশ ভারতে প্রবেশ করার কথা রয়েছে । পুজোর আগে বাঙালির পাতে উঠবে পদ্মার ইলিশ ।

দুর্গাপূজা হবে দুই বাংলাতেই। আর প্রতিবেশী বাংলাদেশ সরকার শারোদতসবের সময় ভারতে ২০৮০ মেট্রিক টন বা ২০ লাখ কেজির বেশি ইলিশ রফতানি করার অনুমতি দিয়েছে রফতানিকারদের।

অনলাইনে ট্রেড লাইসেন্সের আবেদন, পঞ্চায়েত দপ্তরকে পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের নোটিশে বলা হয়েছে,আগামী তিন সপ্তাহে ভারতে মোট ২০৮০ মেট্রিকটন বা ২০ লাখ ৮০ হাজার কেজি ইলিশ মাছ রফতানির অনুমতি দেওয়া হয়েছে।

এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রফতানির বিষয়ে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই বাছাই করে শর্ত সাপেক্ষে কিছু প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশের ৫২টি প্রতিষ্ঠানের প্রত্যেকটিকে ৪০ মেট্রিকটন করে ইলিশ রফতানি করবে। অনুমতি দানের তারিখ থেকে শুরু করে ১০ই অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানি করা যাবে।

পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসমে দুর্গাপূজা সর্বাধিক জমজমাট হয়। বাংলাদেশ সীমান্তবর্তী তিন রাজ্যেই ইলিশের চালান বেশি যাবে।

সম্পর্কিত পোস্ট