জম্মু-কাশ্মীরের অবস্থার পরিদর্শনে ২৫ জনের ইউরোপিয়ান প্রতিনিধির বিশেষ দল
এরপর নির্দিষ্ট দিন অন্তর জম্মু-কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য অনুমতি পান ইউরোপিয়ান ইউনিয়ন সহ একাধিক দেশের প্রতিনিধিরা।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৫ অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেয় কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই উপত্যকার পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করতে শুরু করেন বিরোধী পক্ষ। এমনকি কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলে একাধিকবার বিপাকে ফেলার চেষ্টা করেছে পাকিস্তান। যদিও চিন ছাড়া অন্য কাউকে পাশে পায়নি তাঁরা।
এরপর নির্দিষ্ট দিন অন্তর জম্মু-কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য অনুমতি পান ইউরোপিয়ান ইউনিয়ন সহ একাধিক দেশের প্রতিনিধিরা।
বুধবার দ্বিতীয় দফায় একেবারে গ্রাউন্ড জিরো রিপোর্ট খতিয়ে দেখতে উপস্থিত হন জার্মানি, কানাডা, ফ্রান্স এবং আফগানিস্তানের প্রতিনিধিরা। এর আগে গত মাসে উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখার পর এদিন আবারও পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত হল দ্বিতীয় প্রতিনিধি দল।
আরও পড়ুনঃক্ষুধা মুক্ত রাজ্য গড়তে মাত্র ২৫ টাকার বিনিময়ে খাদ্য দেবে কেরল সরকার
সুত্রের খবর, এদিন উত্তর কাশ্মীরের চাষিদের সঙ্গে কথা বলবেন তাঁরা। সেইসঙ্গে কাশ্মীরের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলবেন তাঁরা। এদিন ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কথা বলে উপত্যকার রিপোর্ট জমা করবে প্রতিনিধি দল।
কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে স্বীকৃতি পাওয়ার পর জম্মু-কাশ্মীরের সন্ত্রাসবাদের পরিবেশ এবং সেখানে পাকিস্তানের কতটা মদত রয়েছে তা খতিয়ে দেখবে প্রতিনিধি দলের সদস্যরা।
সুত্রের খবর, বুধবার রাতে শ্রীনগরে থেকে পরের দিন লেফটেন্যান্ট গভর্নর জিসি মুর্মুর সঙ্গে দেখা করবে ২৫ জনের প্রতিনিধি দল। ২৫ জনের নতুন ব্যাচে উপস্থিত ছিলেন পোল্যান্ড, বালগেরিয়া এবং চেজ রিপাবলিকের প্রতিনিধিরা।
৯ এবং ১০ জানুয়ারি জম্মু-কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখে যান ১৫ জনের প্রতিনিধি দল। যেখানে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টার।
এছাড়াও সেবারের ১৫ জনের দলে উপস্থিত ছিলেন ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, নাইজেরিয়া, মরোক্কো, গুয়ানা, বাংলাদেশ এবং পেরুর প্রতিনিধিরা।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিনিধি দলের কিছু সদস্যরা জানান, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি এই মুহূর্তে শান্ত রয়েছে। খুব দ্রুতই কাশ্মীর স্বাভাবিক ছন্দে ফিরবে। আশ্বস্ত করে প্রতিনিধি দল।