নজরে ২৭

অনন্যা ব্যানার্জি:– আরজি কর ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন । শুধুই কি মহিলা চিকিৎসকএর উপর হওয়া নরখাদকদের ফাঁসির দাবিতে ! না কঠিন থেকে কষ্টদায়ক শাস্তিতে । শাস্তি চাই ! বিচার চাই ! নারীর সুরক্ষা চাই , নিরাপত্তা চাই । ২৭ শে আগস্ট ডাক দিয়েছে ছাত্র সমাজ নবান্ন অভিযান । যা নিয়ে সরকার , প্রশাসন , পুলিশ কার্যত এই অভিযান যদি কোনোভাবে সফল না হয় তাহলে নিরাপত্তার বিষয়টা তারা নজরে রাখছেন। প্রশ্ন উঠেছে, যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে আসলে এটা বিজেপির ডাক। যদিও বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন একজন নাগরিক হিসাবে আমার যাওয়া উচিত তার ব্যাখ্যা ও দিয়েছেন ড. সুকান্ত মজুমদার বলেছেন যে রাজনীতিক নেতাদের না যাওয়ায় উচিত কিন্তু সমর্থন করছি আমরা এই নবান্ন অভিযানকে । যারা ডি. এ মামলাতে আন্দোলন করছেন । তাদেরও বক্তব্য যে মূল ঘটনাগুলি নবান্ন থেকে হয়,নাহলে সকালে সন্দীপ ঘোষকে অপসারণ করিয়ে বিকালে ন্যাশনাল মেডিক্যাল কলেজে অধ্যক্ষের পদে বসায় কি করে?এর দায় তো সরকারের তাই মূল জায়গা তেই আঘাত করতে হবে তাই এই নবান্ন অভিযানকে ডি এ অনসনকারী মঞ্জ সমর্থন করেছে । অভিযোগের পাল্টা অভিযোগ গরম রাজ্য । নবান্নের ১৪ তলাকে টার্গেট করেছে ছাত্র সমাজ, ছাত্রী থেকে শুরু করে সবাই আন্দোলনে। এখন দেখার যে আদেও বিদ্যাসাগর সেতু পার করে নবান্ন প্রযন্ত পৌঁছতে পারে কিনা । তার জন্য পুলিশের প্রস্তুতি , জলকামান হবে । সূত্র মারফত খবর, বহু মানুষের জমায়েত হবে, হাওড়া স্টেশন , পুলিশ , বাসস্ট্যান্ড, ছাত্র – ছাত্রী এবং শিয়ালদহ সর্বত্র নজরদারিতে রাখবে। সবমিলিয়ে , পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন আন্দোলন দুর্নীতি তদন্ত চলছে এফ আই আর করা হয়েছে ড. সন্দীপ ঘোষের নামে। তোলপাড় বঙ্গ , উত্তর থেকে দক্ষিণে , দেশ বিদেশে । নাট্যকর্মী থেকে সিনেমা জগতে , টলিউড – বলিউড তারকা কেউ বাদ নেই । সব মানুষ যেন মিলে মিশে এক হয়ে গেছে প্রতিবাদের সরবে। ঝড় এর সাথে মোমবাতি। WE WANT JUSTICE! রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রাক্তন তারাও অধ্যপক থেকে অধ্যপিকা সবাই করেছে অংশগ্রহণ অর্থাৎ কাকদ্বীপ থেকে তুফানগজ, দার্জিলিং থেকে পুরুলিয়া সবত্র‌ই কল্লরীত মুখরিত আওয়াজ‌ We Want Justice! এখন দেখার ২৭ই আগষ্ট নবান্ন‌‌ অভিজান কতটা সাফল্য পায় সেদিকে নজর থাকবে দিল্লিরও।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *