৬ টি স্থায়ী সমিতির ৯ টি পদ থেকে অপসারিত বিজেপির ৪ সদস্য

৬ টি স্থায়ী সমিতির ৯ টি পদ থেকে অপসারিত বিজেপির ৪ সদস্য

তলবি সভার মাধ্যমে ৬ টি স্থায়ী সমিতির ৯ টি পদ থেকে মোট ৫ জন সদস্যকে অপসারণ করা হল সোমবার। বিজেপির ৪ জন এবং ১ জন নির্দল এই সদস্যদের বিরুদ্ধে দিন কয়েক আগেই অনাস্থা এনেছিল তৃণমূল।

জানা গেছে, এই মূহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার ১৮ জন নির্বাচিত সদস্যর মধ্যে ১৪ জন তৃণমূলের। বাকি ৩ জন বিজেপি এবং জন নির্দল। এই চারজন সদস্য তো বটেই, জেলা পরিষদের স্থায়ী সমিতিতে থাকা পঞ্চায়েত সমিতির আরও একজন সদস্য মিলে মোট পাঁচজনের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসে তৃণমূল। গত ১২ ডিসেম্বর ২০১৯ অনাস্থা চিঠি জমা করা হয় মালদায় ডিভিশনাল কমিশনার অফিসে।

১৭ ডিসেম্বর সশরীরে ডিভিশনাল কমিশনারের সামনে হাজিরা দিয়ে অনাস্থা আনা তৃণমূলের সব সদস্য শুনানিতে অংশ নেন। সোমবার এদিন বালুরঘাটে থাকা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে চলে সেই অনাস্থার তলবি সভা।

সেখানে অতিরিক্ত জেলা শাসক প্রনব কুমার ঘোষ (ভূমি ও ভূমি সংস্কার), মেন্টর শুভাশিষ পাল, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক গোবিন্দ দত্ত, জেলা পরিষদের সেক্রেটারি অভিক দাস সহ অনান্য পঞ্চায়েত আধিকারিকর এই তলবি সভা চালান।

নির্বাচিত এবং পদাধিকার বলে থাকা জেলা পরিষদের মোট ৩২ জন সদস্যর মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ২৪ জন। সেখানে ২৩ জনই তৃণমূলের অনাস্থার পক্ষে থাকে। স্বাভাবিক ভাবেই বিজেপি ও নির্দল মিলিয়ে ৫ জন সদস্য ৬ টি স্থায়ী সমিতির ৯ টি পদ থেকে অপসারিত হন। পাঁচজনের মধ্যে আবার তিনজন ছিলেন কর্মাধ্যক্ষ।

জেলা পরিষদের মেন্টর শুভাশিষ পাল বলেন, পাঁচজনের বিরুদ্ধে অনাস্থা প্রমান করে তাদের অপসারিত করা হয়েছে। পূর্ত, কৃষি, মৎস, বনভূমি, শিক্ষা সংস্কৃতি এবং ক্ষুদ্রশিল্প এই ৬ টি স্থায়ী সমিতির ৯ টি পদে ছিলেন তারা।

স্বাভাবিক ভাবেই ওই স্থায়ী সমিতিগুলো ভেঙে দেওয়া হয়। আগামী পাঁচ দিনের মধ্যে নূতনভাবে গঠণ করা হবে স্থায়ী সমিতিগুলো। এরপরেই তারা সম্পূর্ণরুপে জেলা পরিষদের উন্নয়ন ঘটাবেন।

সম্পর্কিত পোস্ট