খুন নয় আত্মহত্যাই করেছে ছেলে, বয়ান মল্লারপুরে মৃতের বাবা মায়ের

হেফাজতে পিটিয়ে খুন নাকি আত্মহত্যা? মল্লারপুরে নাবালকের মৃত্যুর ঘটনায় উত্তাল হয় পরিস্থিতি। মল্লারপুর ইস্যুকে কেন্দ্র করে বিজেপি হালে পানি পাওয়ার আগেই বয়ান পাল্টে দিলেন মৃতের বাবা মা।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুলিশ হেফাজতে পিটিয়ে খুন নাকি আত্মহত্যা? মল্লারপুরে নাবালকের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। মল্লারপুর ইস্যুকে কেন্দ্র করে বিজেপি হালে পানি পাওয়ার আগেই বয়ান পাল্টে দিলেন মৃতের বাবা মা। আত্মহত্যাই করেছে ছেলে জানালেন তাঁরা।

অন্যদিকে গেরুয়া শিবিরের দাবি, শিখিয়ে পড়িয়ে বলানোর চেষ্টা হচ্ছে নাবালকের বাবা-মাকে। পাল্টা এই অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিচ্ছেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল।

শুক্রবার মল্লারপুরে নাবালকের মৃতুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় রাজনৈতিক তরজাও। বিজেপির দাবী দলের সক্রিয় সদস্য ছিল ওই নাবালক। লকআপের মধ্যেই পিটিয়ে খুন করা হয়েছে তাকে। অভিযোগ তুলে থানা ঘেরাও এবং রাস্তা অবরোধ করেন বিজেপি নেতৃত্ব।

যদিও পুলিশ সুপারের দাবী, লক আপের বাইরে বসিয়ে রাখা হয়েছিল নাবালককে। শৌচাগারের যাওয়ার কথা বলে সেখান থেকে পালিয়ে যায় সে। এরপর শৌচাগারে গিয়ে আত্মহত্যা করে। অবশেষে মৃতের মা বাবার বয়ান অনুযায়ী, ছেলে আত্মহত্যা করেছে।

মৃতের পরিবারের তরফে এহেন বয়ানে শুরু হয়েছে রাজনৈতিক বাগবিতন্ডা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবী, শিখিয়ে পড়িয়ে দিয়েছে তৃণমূল। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে মিথ্যা বলে দাবী করছেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/2021-assembly-election-rajiv-banerjee-is-the-main-factor-of-tmc/

প্রথমে পরিবারের তরফে অভিযোগ, সপ্তমীর রাতে মোবাইল চুরির মিথ্যা অভিযোগে তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। বিজেপির তরফে অভিযোগ ওঠে পুলিশের মারধরের কারণেই মৃত্যু হয়েছে ওই নবালকের। লক আপের শৌচাগারে উদ্ধার হয় নাবলকের মৃতদেহ।

শুক্রবার পুলিশের তরফে পরিবারের কাছে নাবালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চলে থানা ঘেরাও। অবরোধে শামিল হয় বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খা। বিজেপির অভিযোগ বারবার অস্বীকার করে তাঁরা। কিশোরের মৃত্যুর প্রতিবাদে ১২ ঘন্টা মল্লারপুর বনধের ডাক দিয়েছে বিজেপি।

সম্পর্কিত পোস্ট