১৫ ঘণ্টা পর CGO কমপ্লেক্স থেকে বেরোলেন নীরব মানিক ভট্টাচার্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছিল রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে। তিনি সময় মতো হাজির‌ও হয় যান।কিন্তু রাত ১২ টা বেজে গেলেও ইডি দফতর থেকে না বেরোনয় মানিক বাবুকে গ্রেফতারের জল্পনা ছড়িয়ে পড়ে।

শেষে প্রায় ১৪ ঘণ্টা ৪৫ মিনিট (প্রায় ১৫ ঘণ্টা) ধরে ইডির অফিসারদের বিভিন্ন কড়া কড়া প্রশ্নমালার মুখোমুখি হওয়ার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন তিনি। ইডি সূত্রে খবর তারা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে টেট পরীক্ষার মেরিট লিস্ট পায়। এরপরই মানিক ভট্টাচার্যকে ডেকে পাঠায় ইডি।

টালিগঞ্জকে হারিয়ে জিতল বেলঘরিয়া! অর্পিতার আরেক ফ্ল্যাট থেকেও কোটি কোটি টাকা উদ্ধার

নদিয়ার পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে‌ই তাঁকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর‌ই মাঝে তাঁর যাদবপুরের ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই। তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করাও হয়। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর ঘটনাক্রম অন্য দিকে ঘুরে গিয়েছে।

বেরনো পর অবশ্য সংবাদ মাধ্যমের সামনে কোনওরকম মুখ খোলেননি তিনি। ভিতরে কী হল, কী জানতে চাওয়া হল, সে সব কিছুই বললেন না। সোজা গিয়ে উঠলেন নিজের গাড়িতে। সামনের সিটে বসে গাড়িতে চেপেই সিজিও কমপ্লেক্স ছাড়েন তিনি।

সম্পর্কিত পোস্ট