শেষ রেল-রাজ্য বৈঠক, ৭২ ঘন্টার মধ্যে লোকাল চালাতে চায় রেল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৭২ ঘণ্টার মধ্যে রেল চালাতে প্রস্তুত দক্ষিণ ও পূর্ব রেল। রেল সূত্রে জানা গেছে, প্রাথমিক ভাবে ১০% এবং কালি পুজোর পর ২৫% রেল চলবে। কোভিড পরিস্থিতির মধ্যে আপাতত রেল জানিয়েছে রাজ্য সরকারকে।
তবে প্রত্যেকটি ধাপে রেল চালানোর পর সংখ্যা বাড়ানোর উপরে জোর দেওয়া হয়েছে। মুম্বাই মডেলকে অনুসরণ করে এ রাজ্যেও রেল চালানোর চিন্তা ভাবনা।
কত সংখ্যক রেল কতক্ষন অন্তর চলবে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। এছাড়া রেলের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে। আইন শৃঙ্খলা রাজ্যের এক্তিয়ার ভুক্ত তাই রাজ্যের কাছে সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা করার আবেদন জানিয়েছে রেল। তবে প্রশ্ন উঠছে যে, ট্রেনের সংখ্যা কম হলে যাত্রী বিক্ষোভ কি সামাল দেওয়া আদৌ সম্ভব হবে?
উল্লেখ্য, শনিবারই পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীল শর্মাকে চিঠি দিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। স্পেশাল ট্রেনে চাপার চেষ্টায় বাড়ছে নিত্যদিনের অশান্তি।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/there-is-no-treaty-with-gurung-said-binoy-tamang-in-calcutta/
নানা দিক থেকে লোকাল ট্রেন চালানো দাবিও উঠছে। এই পরিস্থিতিতে লোকাল চালানোর ব্যাপারে আলোচনায় বসতে চেয়ে শনিবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মাকে চিঠি দেন স্বরাষ্ট্র সচিব।