অফিস টাইমে ২০০ টি ট্রেন চালাতে প্রস্তুত রাজ্য, চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু করা নিয়ে বুধবার রাজ্যের স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হল পূর্ব রেলের এজিএম-সহ রেলের পদস্থ আধিকারিকদের।

সূত্রের খবর– স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করতে এদিনের বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া– শিয়ালদা ও খড়গপুরের ডিআরএমরা। প্রসঙ্গত– বৃহস্পতিবার রাজ্যে লোকাল ট্রেন চালানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষিত হওয়ার কথা।

সূত্রের খবর– রেলের কাছে রাজ্য সরকার আবেদন জানিয়েছে অফিস টাইমে ২০০টির বেশি ট্রেন চালানো হোক। রাজ্যের তরফে পেশ করা এই প্রস্তাবে রেল রাজি বলে জানা গিয়েছে।

যদিও অফিস টাইম ছাড়া মোট কত ট্রেন চলবে– সেব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেলই। এব্যাপারে গাইড লাইন তৈরি করা হচ্ছে বলে রেল সূত্রের খবর।

উল্লেখ্য, শিয়ালদহে গড়ে ৯১৯টি লোকাল চলত। হাওড়ায় ৫০০টি। ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি প্রাথমিক স্তরে কোনও রুটে বেশি লোকালের প্রয়োজন, সে বিষয়ে আলোচনা চলছে।

রেল সূত্রে জানা গিয়েছে– কোভিড পরিস্থিতিতে স্পেশাল ট্রেন চালানোর অভিজ্ঞতা থেকে হাওড়া ও শিয়ালদহের ক্ষেত্রে যাত্রী চাপ সামলাতে অসুবিধা নেই। কারণ যাত্রীদের স্টেশনে ঢোকা ও বেরোনোর জায়গা ইতিমধ্যে চিহিত করা হয়েছে।

তবে বিধাননগর– দমদম– ব্যারাকপুর– বারাসত– সোদপুর– চন্দননগরের মতো স্টেশনগুলিতে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করাটাই এখন রেল ও রাজ্যের কাছে প্রধান চ্যালেঞ্জ।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/nitish-modi-united-to-form-a-government-by-ending-the-relationship-between-them/

এ ব্যাপারে রেলের বক্তব্য– স্টেশনে ৬০০-এর বেশি যাত্রী থাকলে তা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার ওপর বর্তাবে? কারণ রেলের হাতে যত সংখ্যক আরপিএফ রয়েছে তাদের মাধ্যমে স্টেশনগুলিতে কোভিড প্রোটোকল যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা দেখা সম্ভব নয়।

প্রয়োজনীয় সংখ্যক জিআরপি ও রাজ্য পুলিশ মোতায়েন করে পরিস্থিতি মোকাবিলার দাবি জানিয়েছে রেল। কোন স্টেশন থেকে কত সংখ্যক যাত্রী ট্রেনে উঠছেন এবং দিনের কোন সময়ে ট্রেনে কতজন যাত্রী উঠছেন– তার ওপর নির্ভর করে ট্রেন চালানোর ব্যাপারে পরবর্তী রণকৌশল স্থির করা হবে বলে জানা গিয়েছে।

আবার এদিনের বৈঠকে ঠিক হয়েছে কোভিড প্রটোকল ঠিক ভাবে মানা হচ্ছে কিনা তা যেমন রেল দেখবে তেমনি রাজ্যকে দেখতে হবে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণের বিষয়টি। একই সঙ্গে এটাও জানা গিয়েছে যে লোকাল ট্রেন পরিষেবা চালু করার জন্য ইতিমধ্যেই রেলের তরফে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি করা হচ্ছে যা বৃহস্পতিবারের বৈঠকে পেশ করা হবে রাজ্যের সামনে।

সম্পর্কিত পোস্ট