হোয়াইট হাউজের তোরজোড় শুরু করলেন বাইডেন-হ্যারিস

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ম্যাজিক ফিগার পার করে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। ২০ জানুয়ারি শপথ নিতে চলেছেন তিনি। সারা বিশ্বের বিভিন্ন স্তরের নেতা এবং বিশেষ ব্যাক্তিত্বদের শুভেচ্ছা এসে উপস্থিত হয়েছে বাইডেন-হ্যারিসের কাছে। কিন্তু এখনও হার মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে এখন থেকেই হোয়াইট হাউজ দখলের তোরজোর শুরু করেছেন বাইডেন-হ্যারিস। বিল্ডব্যাকবেটার ডট কম নামে একটি ওয়েবসাইট খুলেছেন তাঁরা। সেইসঙ্গে চলছে @Transition46। শুরুতেই দেশের কোভিড পরিস্থিতির ওপর নজর দিতে চান তাঁরা। গঠন করা হবে টাস্ক ফোর্স। তার জন্য সোমবার দেলাওয়ায়রের একটি জনসভা থেকে এ বিষয়ে বিবৃতি দেবেন দুজনেই। সেইসঙ্গে আর্থিক পরিকাঠামো, বর্ণবৈষম্য এবং পরিবেশের ওপর নজরে দিতে চাইছেন বাইডেন।

ভোট জালিয়াতির অভিযোগে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে মামলা করতে আদালতে উপস্থিত হবেন ট্রাম্প। নির্বাচনে জালিয়াতি প্রমাণের জন্য ট্রাম্পের কাছে যথেষ্ট পরিমাণে প্রমাণ রয়েছে। দাবী করেছেন ট্রাম্পের আইনজীবী রুডি গিউলানি।

অন্যদিকে প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ ডব্লু বুশের মন্তব্য চাপে ফেলেছে ট্রাম্পকে। নির্বাচন প্রক্রিয়া যথাযথ ছিল দাবী করেন বুশ। এবিষয়ে আমেরিকার মানুষকে আশ্বস্ত করেছেন তিনি। আমেরিকার ভবিষ্যতের কথা ভেবে সকলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি নয়া প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বুশ।

এখনও অবধি নিজের অবস্থানে টিকে থাকার জন্য ট্রাম্পকে বার্তা সিয়েছে সাউথ ক্যারোলিনার সেনেটর লিনসে গ্রাহাম। তিনি বলেন, জো বাইডেন যদি সত্যিই জয়লাভ করে থাকেন তাহলে আমরা ওনার সঙ্গে কাজ করতে রাজি। কিন্তু নির্বাচনে ট্রাম্প হারেনি।

যদিও শনিবার জয়ের পর জো বাইডেনকে বলতে শোনা যায় রঙ দেখে নয়। আগামী দিনে একসঙ্গে কাজ করাটাই প্রথম লক্ষ্য। রিপাবলিকানরা আমাদের শত্রু নন, তাঁরাও আমেরিকার বাসিন্দা।

সম্পর্কিত পোস্ট