Russian Ukraine War : ইউক্রেনের প্রসাশনিক ব্যবস্থা ধংসের লক্ষ্যে মেয়রদের অপহরণ রাশিয়ার!

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাশিয়ার (Russia) রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ইউক্রেন আক্রমণের পরপরই ঘোষণা করেছিলেন তিনি সে দেশ দখল করতে চান না। তবে ‘নির্দিষ্ট দাবিদাওয়া’ আদায় করা যে লক্ষ্য সেটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন। সেই দাবিদাওয়া যে ইউক্রেনকে সবক সেখানো সেটা এতোদিনে বুঝে গিয়েছে আন্তর্জাতিক মহল।

কিন্তু কোন পথ ধরে হেঁটে এই ‘শিক্ষা’ দিতে চান পুতিন সেটা নিয়ে কিছুটা সংশয় ছিল। তবে এবার একটু একটু করে হলেও সেই ধোঁয়াশা কাটছে। বোঝা যাচ্ছে সামরিক দিকের পাশাপাশি অর্থনৈতিক ও প্রশাসনিকভাবে ইউক্রেনকে ( Russian Ukraine War ) পঙ্গু করে দিতে চাইছে রাশিয়া। সম্ভবত সেই কারণেই ইউক্রেনের বিভিন্ন শহরে মেয়রদের একের পর এক অপহরণ করেছে রুশ সেনাবাহিনী, এমনটাই দাবি ইউক্রেন সরকারের।

Russian Ukraine War

ইউক্রেনের রাজধানী কিভ (Kiyev), দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর খারকিভ (Kharkiv) সহ মোট ১১ টি গুরুত্বপূর্ণ শহরের মেয়রদের অপহরণ করা হয়েছে বলে ইউক্রেনের দাবি। এতে করে সে দেশের বিভিন্ন শহরের প্রশাসনিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ইউক্রেন এই বিষয়ে আন্তর্জাতিক রেডক্রসের (Red Cross) সাহায্যে অপহৃত মেয়রদের ফিরে পাওয়ার আবেদন জানিয়েছেন।

Sri Lanka’s cabinet ministers resign : শ্রীলঙ্কার আর্থিক সংকটে ইস্তফা দিলেন ২৬জন মন্ত্রী

এদিকে ইউক্রেনের প্রশাসনিক ব্যবস্থাকে একেবারে ধুলিস্যাৎ করে দিতে রাশিয়া ( Russian Ukraine War ) সাইবার হামলাও চালাচ্ছে বলে বেশ কয়েকটি ব্রিটিশ সংবাদপত্রে দাবি করা হয়েছে। তাদের দাবি ইতিমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট পাকাপাকিভাবে অকেজো করে দিতে সক্ষম হয়েছে রুশ হ্যাকাররা। অবশ্য ইউক্রেনও রাশিয়ার ( Russian Ukraine War ) উপর সাইবার হানার মাধ্যমে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে বলে ওই প্রতিবেদনগুলোয় জানানো হয়।

এদিকে রাশিয়ার সেনা কিছুটা পিছিয়ে গেলেও তাদের মিসাইল হানা এতটুকুও কমেনি বলে খবর। ইউক্রেনের রাজধানী কিভে রবিবার‌ও মিসাইল বৃষ্টি হয়েছে বলে খবর।

সম্পর্কিত পোস্ট