আই এস এলে কোথায় দাঁড়িয়ে এটিকে মোহনবাগান ?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  আই এস এলের বল গড়াতে বাকি আর কয়েকটা দিন। করোনা বিধি মেনে এবার টুর্নামেন্ট শুরু করতে বেশ বেগ পেতে হয়েছে আই এস এলের কর্মকর্তাদের।  তবে সমস্ত বাঁধা উপেক্ষা করে ২০ নভেম্বর থেকে গোয়ায় শুরু হচ্ছে এবারের লীগ। করোনা পরিস্থিতে এবার পুরো লীগ হবে গোয়ায়। লীগ সূচি ঘোষণাতেও এবার বেশ কিছুটা অতিরিক্ত সময় নেন কর্তারা।

এবারেই লীগে অন্তর্ভুক্তি ঘটেছে ভারতীয় ফুটবলে দুই প্রাচীনতম ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গলের। তাঁদের অন্তর্ভুক্তিতে এই মরসুমে আরও উত্তেজক হতে চলেছে লীগ। আই এস এল মঞ্চে কলকাতা ডার্বি দেখার জন্য মুখিয়ে থাকবেন দুই দলের লক্ষ লক্ষ সমর্থক। ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ের নিজেদের  রণকৌশল তৈরিতে ব্যস্ত সব দলই।

প্রস্তুতি ম্যাচের মাধ্যমে চলছে শক্তি- দুর্বলতা যাচাই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও কেরালা। গতবারের চ্যাম্পিয়ন দলের টিমের অধিকাংশ সদস্যকেই ধরে রেখেছে মোহনবাগান। দলের মূল ভরসা জমাট রক্ষণভাগ। প্রীতম কোটাল, শুভাশিস বোসের সঙ্গে জাতীয় দলের এক নম্বর ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘানের কাঁধে থাকবে রক্ষণের দায়িত্ব। মাঝমাঠে জাভি, এদু গারসিয়া, প্রনয় হালদারের সঙ্গে থাকবেন নবাগত ব্রাড ইনমান।

গতবছর দুরন্ত খেলা প্রবীর দাসের দিকেও নজর থাকবে সবার। গোলের জন্য দলের ভরসা ফিজিয়ান তারকা রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস , ভারতীয় জবি জাস্তিন, শুভ ঘোষ। গতবারের মত এই বছরও গোলের নিচে শুরু করবেন অরিন্দম ভট্টাচার্য। মোহনবাগানের অধিনায়ক হিসাবে এখনও কোন নাম ঘোষণা করেননি কোচ হাবাস। গতবারের মতই একাধিক অধিনায়কের পথেই  হাঁটতে পারেন তিনি। তবে কোচ হাবাসকে চিন্তায় রাখবে প্রস্তুতি ম্যাচের অভাব।

সম্পর্কিত পোস্ট