করোনায় নতুন দিশা, প্লাজমা থেরাপিতে সাফল্য বেলেঘাটা আইডির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতায় করোনাভাইরাস আক্রান্তদের ওপর কনভালসেন্ট প্লাজমা থেরাপির পরীক্ষা নিরীক্ষা চলছিল। সম্প্রতি প্রকাশিত হয় তার রিপোর্ট। আর তাতেই মিলল নতুন সম্ভাবনার কথা।
বেলেঘাটা আইডি হাসপাতালের প্রায় ৮০ জন রোগীর ওপর এই পরীক্ষা চালানো হয়। দেখা যায়, বেশ কয়েকজনের উপকার হয়েছে। তবে, ৬৬ বছরের বেশি বয়সী রোগীদের ক্ষেত্রে কোনো উপকার হয়নি।
প্রসঙ্গত, আইসিএমআরের গবেষণা কোভিড চিকিৎসায় প্লাজমা থেরাপির কার্যকারিতা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিল। তবে আপাতত সেই প্রশ্নচিহ্নের অবসান।
সব মিলিয়ে বিশেষজ্ঞদের মতে, একটা বড় অংশের রোগীর ক্ষেত্রে প্লাজমা থেরাপি কার্যকর। কিন্তু কোন রোগী উপকার পাবেন সেটা বুঝেই এর প্রয়োগ করতে হবে।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে এবং সিএসআইআরের আর্থিক সহায়তায় চলা এই গবেষণার নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় প্রতিষ্ঠানটির ইমিউনোলজিস্ট ড: দীপ্যমান গাঙ্গুলী।
বড় ভূমিকা ছিল আইডি হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাঃ যোগীরাজ রায় সহ চিকিৎসকদলেরও।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-prime-minister-can-make-a-big-announcement-about-the-vaccine-in-the-all-party-meeting/
যোগীরাজ রায় টুইটারে জানিয়েছেন, সংখ্যাতত্ত্বের বিচারে গবেষণায় যোগদানকারী বেশির ভাগ রোগীই উপকৃত হয়েছেন। আন্তর্জাতিক গবেষণাপত্রে ছাপার আগে এটি প্রকাশিত হয়েছে ‘মেড আর্কাইভে’।
কলকাতা মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কের প্রধান ড: প্রসূন ভট্টাচার্যের তত্বাবধানে করোনামুক্ত রোগীদের প্লাজমা সংগ্রহ করা হয়।