শেষ মুহুর্তে স্থগিত অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তৃতা, ভোটের মুখে উঠছে প্রশ্ন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ যাবতীয় তোড়জোড় হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে অক্সফোর্ড ইউনিয়নের বিতর্ক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পেশের অনুষ্ঠান স্থগিত করল কর্তৃপক্ষ।
অনিবার্য কারণে ওই অনুষ্ঠান স্থগিত রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার দুপুরেই অনুষ্ঠানে বক্তব্য পেশ করার কথা ছিল মুখ্যমন্ত্রীর।
বুধবার দুপুর দুটো নাগাদ পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দফতরের তরফে টুইটারে বলা হয়, ‘আজ বিকেলে অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটিতে (অক্সফোর্ড ইউনিয়নের বিতর্কসভা) ভাষণ দেওয়ার কথা ছিল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আচমকাই শেষ মুহূর্তে আয়োজকরা সেই অনুষ্ঠান স্থগিত রাখার এবং নয়া সময় সেই অনুষ্ঠান করার আর্জি জানান।’
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/shuvendu-will-clarify-his-position-at-the-press-conference-on-sunday-according-to-sources-close-to-the-news/
রাজ্যের তরফে জানানো হয়েছে, তবে ঠিক কী কারণে ভাষণের কিছুক্ষণ আগে অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। স্বরাষ্ট্র দফতরের তরফে বলা হয়েছে, ‘কিছুক্ষণ আগে কিছু অপ্রত্যাশিত সমস্যার কারণ দর্শিয়ে আয়োজকদের তরফ থেকে ফোনে সেই অনুরোধ করা হয়েছে। অক্সফোর্ড ইউনিয়নে যে অনুষ্ঠান ছিল, আজ তা বাতিল হয়ে গিয়েছে।’
বিশ্বের প্রথম সারির ডিবেটিং সোসাইটি হিসেবে পরিচিত অক্সফোর্ড ইউনিয়ন। মার্গারেট থ্যাচার, থেরেসা মে-র পর তৃতীয় মহিলা রাজনীতিক হিসেবে বক্তব্য পেশ করার কথা ছিল মমতার।
বুধবার দুপুর আড়াইটে নাগাদ থেকে সেই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। বিকেল পাঁচটা নাগাদ নবান্ন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেওয়ার কথা ছিল মমতার।
রাজ্য সরকারের এক আধিকারিক বলেছিলেন, ‘চলতি বছর জুলাইয়ে উনি (মমতা বন্দ্য়োপাধ্যায়) আমন্ত্রণপত্র পেয়েছিলেন এবং তা গ্রহণ করেন। রাজ্য সরকারের কয়েকটি প্রকল্প তুলে ধরবেন মুখ্যমন্ত্রী।’
দিল্লির সেন্ট স্টিফেনস কলেজে ২০১৮ সালের ১ অগস্ট ছাত্রছাত্রীদের দু’টি সংগঠন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তৃতার আয়োজন করেছিল। বিষয়বস্তু ছিল, ‘ভারত নামক ভাবনা’।
নেহরু-গাঁধীর ভারতই যে প্রকৃত ভারত, সে বিষয়েই বলার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু ঠিক দু’দিন আগে, আয়োজকদের তরফে মুখ্যমন্ত্রীকে ওই অনুষ্ঠান বাতিলের কথা জানিয়ে দুঃখ প্রকাশ করা হয়।
চিন সফরের সময়ও চিনা সরকারের তরফে কোন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তা চূড়ান্ত না হওয়ায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেই সফর।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-bjp-candidate-from-kumargram-came-to-the-grassroots-holding-the-hand-of-chandrima-bhattacharya/
রাজ্য সরকারের তরফে অভিযোগে জানানো হয়, মুখ্যমন্ত্রীর সফর আয়োজনে যথেষ্ট তৎপরতা দেখায়নি বিদেশমন্ত্রক। অভিযোগ খারিজ করে সুষমা স্বরাজের দফতর।
একইভাবে বাতিল হয় মুখ্যমন্ত্রীর চিকাগো সফর। ২০১৭ সালের অগাস্টের শেষে সেখানে স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা যায়, মুখ্যমন্ত্রীর সফর বানচাল করতে সেখানে তত্পর হয়েছিল প্রবাসী বাঙালিদের একাংশ। তবে উদ্যোক্তাদের তরফে জানানো হয় রামকৃষ্ণমিশনের এক সন্ন্যাসীর অকাল প্রয়াণে বাতিল হয়েছে অনুষ্ঠান।
এদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভা বাতিল হয়ে যাওয়ার পর নবান্ন বা দলের তরফে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি। তবে ঘরোয়া আলোচনায় অনেকে উষ্মা প্রকাশ করেছেন তো বটেই।
জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিতর্কে অংশ নেবেন ধরে নিয়ে প্রায় ৬০০ প্রশ্ন এসেছিল অনলাইনে। মূলত ছাত্র-ছাত্রীরাই সেইসব প্রশ্ন পাঠিয়েছিলেন। তার উত্তর এদিন দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কিন্তু শেষমেশ ব্যাপারটির একটি তিক্ত পরিণতিই হল। অনেজেই প্রশ্ন তুলছেন বার বার শেষ মুহূর্তে এভাবে মুখ্যমন্ত্রীকে আটকানোর পেছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি কাজ করছে না তো!