গোষ্ঠীকোন্দল ! ব্লক সভাপতি নির্বাচন নিয়ে শিশির অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নন্দকুমারের বিধায়ক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুভেন্দু অধিকারীকে নিয়ে দলের অন্দরে ডামাডোল অব্যাহত। এরই মাঝে বর্ষীয়ান সাংসদ এবং শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে নিয়ে মাথা চাড়া দিয়ে উঠল গোষ্ঠীদ্বন্দ্ব।

শিশির অধিকারীর সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দিলেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক। কীভাবে হল ঘটনার সূত্রপাত?  জানা গেছে, ৪ঠা নভেম্বর নন্দকুমার ব্লকে সভাপতি করা হয় সুকুমার বেরাকে। তার পর থেকেই ক্ষোভ শুরু হয় দলের অন্দরে।

সংবাদমাধ্যমের সামনে ক্ষোভে ফেটে পড়েন প্রাক্তন ব্লক সভাপতি তথা নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। এক সাংবাদিক বৈঠকে তিনি আজ জানান,  “উনি সভাপতি থাকলে তিনি তৃণমূল পার্টি করবে না। প্রয়োজনে বসে যাবেন।“

তিনি বলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও রাজ্যের উচ্চ নেতৃত্ব কথা দিয়েছে দ্রুত সরানো হবে ব্লক সভাপতির পদ থেকে সুকুমার বেরা কে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-chief-ministers-speech-at-oxford-which-was-postponed-at-the-last-minute-is-being-questioned/

তার কথায়, সভাপতি হওয়ার পর থেকে দলীয় কর্মসূচিতে যোগ না দিয়ে শুভেন্দু অধিকারী অরাজনৈতিক সভাতে যোগ দিচ্ছেন। তাছাড়া ২০১২ সালে হলদিয়াতে তিনি অন্য দল থেকে এই দলে যোগদান করেন।

তারপর ২০১৩ সালে পঞ্চায়েত সমিতির সভাপতি হন সুকুমার বেরা। মানুষের সাথে কিংবা দলের সাথে তার ভালো ব্যাবহার ছিলো না।

বিধায়কের কথায়, নন্দকুমারের সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা ওনাকে মেনে নিতে পারেননি। তাই উচ্চ নেতৃত্বদের জানিয়েছিলাম। নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে খুব শীঘ্রই ওনাকে সরিয়ে নতুন ব্লক সভাপতি নিয়োগ করা হবে।

প্রসঙ্গত, ভোট যত এগিয়ে আসছে ততই প্রকাশ পাচ্ছে গোষ্ঠী কোন্দল। উত্তর থেকে দক্ষিণ কান পাতলেই সব শোনা যাচ্ছে। সেই সঙ্গে উস্কে যাচ্ছে দল বদলের ইঙ্গিতও।

রাজনৈতিক মহলের মতে, শাসকের এই ভগ্নদশা যত প্রকট হচ্ছে, ততই সুযোগ পেয়ে যাচ্ছেন বিরোধীরা। অবিলম্বে এই ভাঙন রোখা প্রয়োজন। নাহলে এই সুযোগেই জনমানসে প্রভাব বিস্তার করতে শুরু করবে বিরোধীরা।

সম্পর্কিত পোস্ট