নকল কোভিড ভ্যাকসিন ! ১৯৪ টি দেশকে সতর্ক করল ইন্টারপোল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ খুব শীঘ্রই সাধারণ মানুষের হাতে পৌঁছাবে করোনার টিকা। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই সুখবরের মধ্যেই নকল টিকার বিষয়ে সতর্ক করল ইন্টারপোল। আশঙ্কা, করোনা ভাইরাস প্রতিরোধী টিকা সরবরাহে বাধা দিতে তৎপর হয়ে উঠেছে অপরাধীদের নেটওয়ার্ক।
এছাড়াও জানা গেছে, তথ্য হাতিয়ে নিতে ওত পেতে আছে হ্যাকাররাও। বুধবার ইন্টারপোল ১৯৪ টি সদস্য দেশকে একটি কমলা নোটিস জারি করেছে। তাতে বলা হয়েছে কোভিড-১৯ পরিস্থিতিতে মিথ্যাবাদ, চুরি ও অবৈধ বিজ্ঞাপন এবং ফ্লু ভ্যাকসিন সম্পর্কিত সম্ভাব্য অপরাধমূলক ক্রিয়াকলাপের বিষয়ে সতর্ক হওয়ার জন্য।
এছাড়া ইন্টারপোল বিশ্বজুড়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলিকেও সতর্ক করেছে। অপরাধী নেটওয়ার্কগুলি জাল কোভিড -১৯ টি ভ্যাকসিন অফলাইন এবং অনলাইনের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করতে পারে।
এদিকে বিশ্বে করোনা মহামারি প্রাদুর্ভাবের পর থেকেই ভ্যাকসিন বের করতে তৎপর হয়ে ওঠে বিভিন্ন দেশ। আর এর মধ্যেই করোনার ভ্যাকসিন নিয়ে যখন আশার আলো দেখা যাচ্ছে, ঠিক সেই সময় অপরাধী চক্রের নিশানা হয়ে উঠেছে এটি। যা নিয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/another-cyclone-burevi-will-landfall-in-south-india/
ইন্টারপোলের মহাসচিব জুরগেন স্টক বলেন “বিশ্বের বিভিন্ন দেশের সরকার যেমন প্রস্তুতি নিচ্ছে, ঠিক তেমনি অপরাধীরাও প্রস্তুতি নিয়েছে। অপরাধী চক্র ভুয়া ওয়েবসাইট ও মিথ্যা রোগ নিরাময়ের কথা বলে সাধারণ মানুষকে তাদের প্রতারণার ফাঁদে ফেলতে পারে।”
বিভিন্ন দেশের হ্যাকাররাও ভ্যাকসিন সংক্রান্ত তথ্য হাতিয়ে নিতে কার্যক্রম চালাচ্ছে। উল্লেখ্য বিশ্বের প্রথম দেশ হিসেবে ভ্যাকসিন প্রয়োগ শুরু করছে ব্রিটেন।
ইন্টারপোলের এক বিবৃতিতে বলা হয়েছে, “ইতিমধ্যেই এমন অপরাধের উদাহরণ রয়েছে যেখানে কিছু অসাধু ব্যক্তি জাল ভ্যাকসিনের বিজ্ঞাপন, বিক্রয় ও পরিচালনা করে আসছে।”
ভারতের জাতীয় কেন্দ্রীয় ব্যুরো সিবিআই ইন্টারপোলকে সাহায্য করবে এই কাজে। ইন্টারপোল সাইবার ক্রাইম ইউনিট পর্যবেক্ষণ করেছে যে ফায়দা তুলে অতিরিক্ত লাভের আশায় বাজারে বিক্রি করা হতে পারে নকল ভ্যাকসিন।
বিশেষজ্ঞদের আশঙ্কা একটি ভ্যাকসিন বিক্রির ঘোষণার সঙ্গে সঙ্গে অপরাধীরা বাজারে জাল ভ্যাকসিন ছড়াতে পারে। এতে তাঁদের বিরাট মুনাফা হবে, কিন্তু ভয়ংকর ক্ষতি হবে সাধারণ মানুষের।এতে মৃত্যু পর্যন্ত হতে পারে মানুষের।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/prime-minister-narendra-modi-is-the-chief-guest-at-biswa-bharatis-poush-festival/
অন্যদিকে মহামারির শুরুর দিকে অসাধু লোকেরা নকল পিপিই বিক্রি করার চেষ্টা করেছিল, সেই একই ধাঁচে এবারও ভ্যাকসিন নিয়ে অসাধু ব্যবসা করতে পারে তাঁরা।
এর আগেও ভ্যাকসিন তৈরি হচ্ছে এমন সংস্থার ওপর বারেবারে আঘাত হেনেছে হ্যাকারেরা। মূলত তথ্য চুরির উদ্দেশ্যে হ্যাকাররা এই হামলা চালায় বলে জানানো হয়েছে।