প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।

তাঁর নশ্বর দেহ দুপুর দেড়টা অবধি তাঁর বাড়িতে রাখা হয়।  তারপর কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

মৃণাল সেনের ‘মৃগয়া’, সত্যজিৎ রায়ের ‘জয় বাবা ফেলুনাথ’, ‘গণশত্রু’ ছাড়াও ‘সাহেব’ ‘পাতালঘর’ ‘প্রতিদান’ সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন মনু মুখোপাধ্যায়। শুধু বড় পর্দাতেই নয়, ছোটপর্দাতেও নিয়মিত কাজ করেছেন তিনি।

আর্টিস্ট ফোরামের কার্যকারী সভাপতি শঙ্কর চক্রবর্তীর জানান, “খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একে একে সবাই আমাদের ছেড়ে চলে যাচ্ছেন।

বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লেখেন, ‘মঞ্চ এবং সিনেমা জগতের বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে আমি শোকাহত। ২০০৫ সালে টেলি পুরস্কার অনুষ্ঠানে তাঁকে জীবনকৃতি সম্মানে ভূষিত করেছিলাম। তাঁর পরিবার-সহকর্মী এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল।’

১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে ছিলেন থিয়েটারের প্রম্পটার। তাঁর প্রথম ছবি মৃণাল সেনের নীল আকাশের নীচে। ছবিটি ১৯৫৯ সালে মুক্তি পায়। অভিনয় করেছেন সত্যজিত্‍রায়, মৃণাল সেনের ছবিতেও। মর্জিনা আবদুল্লা, মৃগয়া, গণশত্রু, জয় বাবা ফেলুনাথের মতো একাধিক চলচ্চিত্রে দক্ষতার সঙ্গে অভিনয় করেছিলেন। আজই কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-ima-continues-to-promote-awareness-in-the-state-of-covid-control/

মনু মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছেন, আরও একজন প্রিয় মানুষ মনু আঙ্কেলকে কেড়ে নিল ধ্বংসের বছরটা। জানি না এর শেষ কোথায়। পেশাদারি সম্পর্ক ছাড়াও পারিবারিক সম্পর্কও ছিল ওঁনার সঙ্গে।

অন্যদিকে মনু মুখোপাধ্যায়ের প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অভিনেতা জয়জি‍ৎ বন্দ্যোপাধ্যায় লিখেছেন ‘ যেখানেই থেকো ভালো থেকো মনুজেঠু ‘।

সম্পর্কিত পোস্ট