সুজাতাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ সৌমিত্র খাঁ-এর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা মন্ডল খাঁ। ঠিক তার পরেই সুজাতা খাঁকে বিবাহ বিচ্ছেদের আইনি নোটিশ পাঠালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। স্ত্রীর সিদ্ধান্তে বাধা দেবো না জানিয়েছেন তিনি।

বিজেপি আমাকে অনেক বড়ো জায়গা দিয়েছে। পরিবারতন্ত্রের বিরুদ্ধে দল লড়েছে। একই পরিবারের একাধিক জন একাধিক পদ পেতে পারেন না। এই মন্ত্র নিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছি। বিজেপি ছাড়া বিষ্ণুপুর কেন্দ্র থেকে এক লক্ক ভোটে জয়লাভ করা সম্ভব ছিল না। দাবী সাংসদের।

আমি চার পাঁচ মাস সময় দিতে পারিনি সুজাতাকে। তাই তাঁর মনে হয়েছে আমার জন্য উনি জায়গা পাচ্ছেন না। যেদিন থেকে যুব মোর্চার সভাপতি হয়েছিলাম। সেদিন থেকে একাধিকবার বলেছিল আমি কিছু পেলাম না। সেই কারণেই হয়তো আজ এই সিদ্ধান্ত নিয়েছে। দলের একাধিক নেতৃত্বের স্নেহধন্য ছিল।

আরও পড়ুনঃ তৃণমূলে যোগ দিচ্ছেন সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মন্ডল খাঁ

তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, বিজেপির নেতৃত্বে তৃণমূলকে হটাবই। সেইসঙ্গে স্ত্রীর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন জানিয়েছেন বিজেপি সাংসদ। ডিভোর্স নোটিশ পাঠাবেন বলে স্পষ্ট করেছেন তিনি। পাশাপাশি নিজের নাম থেকে খাঁ পদবী সরিয়ে নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, সোমবার তৃণমূলে যোগদান করেন সুজাতা। বিজেপিতে যোগ্য সম্মান পাইনি। তৃণমূলে যোগ দিয়ে বলেন সুজাতা মন্ডল খাঁ। অন্য দল থেকে লোকেরা এসে প্রাধান্য পেয়েছে। সেই কারণেই দল ছেড়েছেন বলে জানিয়েছেন তিনি। এদিন সুজাতার হাতে পতাকা তুলে দেন তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ।

সম্পর্কিত পোস্ট