বাংলার কৃষকদের সঙ্গে বঞ্চনা হচ্ছে, ভার্চুয়াল বৈঠকে জানালেন প্রধানমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিল্লি সীমান্তে কৃষকদের আন্দোলন ৩০ দিনের মাথায় পড়ল। এরই মধ্যে প্রধানমন্ত্রী কিশান সম্মান নিধি অনুষ্ঠানে প্রায় নয় হাজার কৃষকদের জন্য ১৮ হাজার কোটি টাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেইসঙ্গে কেন্দ্রের প্রকল্প থাকার বাংলার কৃষকদের বঞ্চনার কথা তুলে ধরে রাজ্যের শাসক দলকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী।
কিছুদিন আগেই কৃষকদের সঙ্গে দেখা করতে যান পাঁচ তৃণমূল সাংসদ। ফোনে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। ঠিক সেই মুহুর্তেই বাংলার কৃষকদের বঞ্চনার কথা উল্লেখ করে তৃণমূলকে অস্বস্তিতে ফেলতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস উপলক্ষে কৃষকদের অ্যাকাউন্টে ভার্চুয়ালি ২ হাজার টাকা করে পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী কিশান সম্মান নিধি অনুযায়ী কৃষকরা বছরে ৬ হাজার টাকা করে পেয়ে থাকেন যা কৃষকরা তিন ধাপে পান। যা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যায়।
শুক্রবারের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সর্বাধিক কৃষক যোগদান করেছে বলে মনে করছে গেরুয়া শিবির। সারা দেশজুড়ে প্রায় ১৯ হাজার সভাস্থলের আয়োজন করা হয়। যেখান থেকে ভার্চুয়াল মাধ্যমে কৃষকদের সঙ্গে বৈঠক করে তাঁদের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/coronas-new-strain-is-raising-fears-at-the-end-of-the-year-with-more-than-4000-people-returning-from-britain/
এদিন কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, কিছু কিছু লোক মিথ্যা রটানোর চেষ্টা করছে নতুন কৃষি আইনের কারণে কৃষকরা তাঁদের জমি হারাতে চলেছে। কিছু রাজনৈতিক দল কৃষি আইনের বিরোধিতা করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বলে দাবী করেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকরা জানিয়েছেন, সরকারের তরফে কংক্রিট প্রস্তাব আসলেই তাঁরা বৈঠকে বসার জন্য রাজি। পাল্টা সরকারের দাবী কৃষকদের সমস্ত সমস্যার সমাধানের জন্য তাঁরা প্রস্তুত। কৃষি মন্ত্রকের যুগ্ম সচিব বিবেক আগরওয়াল কৃষকদের দ্রুত বৈঠকে বসে সমস্যার সমাধানের আর্জি জানিয়েছেন।
এখনও অবধি কৃষকদের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেছে সরকার। কিন্তু এখনও অবধি কোনও সমাধানসূত্র বের হয়নি। অন্যদিকে কৃষি আইন প্রত্যাহারের দাবীতে অনড় থেকেছেন কৃষকরা। আন্দোলন বৃহত্তর করতে তিলে অনশনে বসছেন তাঁরা। এমনকি প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে থালা বাজিয়ে প্রতিবাদ করবেন বলে জানিয়েছেন তাঁরা।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/released-the-schedule-of-higher-secondary-examinations/
দীর্ঘ কৃষি আইনের বিরোধিতায় চলা আন্দোলনের ইতি টানতে কৃষক এবং কেন্দ্রের মধ্যে বৈঠকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌটালা। তিনি জানিয়েছেন, কৃষকদের সমস্যার দ্রুত সমাধানের প্রয়োজন। কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের একাধিক পরিবর্তনের জন্য কৃষকদের পরামর্শের প্রয়োজন।
অন্যদিকে কৃষক আইনের বিরোধিতায় বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে উপস্থিত হন। কৃষকদের স্বার্থে এই আইন প্রত্যাহারের জন্য কেন্দ্র এবং রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছেন তিনি।